হকি দলের প্রশংসায় প্রধানমন্ত্রী, সহবাগ, লক্ষ্মণরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2016 08:41 AM (IST)
নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির বিতর্কিত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও, ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্য খেলার তারকারা। প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উজ্জীবিত পারফরম্যান্সের জন্য ভারতীয় হকি দলকে অভিনন্দন। ভারত অসাধারণ খেলেছে। এই দলের জন্য আমরা গর্বিত।’ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ এবং ভিভিএস লক্ষ্মণও ভারতীয় দলের প্রশংসা করেছেন। সহবাগ ট্যুইটারে লিখেছেন, ‘হকি দল দারুণ খেলেছে। শেষপর্যন্ত লড়াই করেছে। পেনাল্টি শ্যুটআউটে অসাধারণ একটা ফাইনাল ম্যাচ হেরে গিয়েছে। কিন্তু আমাদের হৃদয় জিতে নিয়েছে।’ লক্ষ্মণের ট্যুইট, ‘ভারতীয় হকি দলকে অভিনন্দন। ফাইনালে দুর্দান্ত লড়াই করেছে ভারত। ভবিষ্যতের ম্যাচগুলির জন্য শুভেচ্ছা রইল। আশা করি এ বছরটা ভারতীয় হকির জন্য দারুণ হবে।’ ২০০৪ অলিম্পিকে রুপো পাওয়া শুটার তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াই করেছে ভারতীয় দল। এই পারফরম্যান্সের প্রশংসা করতেই হবে। ভারতকে ফের গৌরবান্বিত করার জন্য দলকে অভিনন্দন। ২০১২ লন্ডন অলিম্পিকে শুটিংয়ে চতুর্থ হওয়া বাংলার জয়দীপ কর্মকার ট্যুইটারে লিখেছেন, ফাইনাল ঘিরে যে নাটক হল তা অবিশ্বাস্য। বর্তমানে পুরুষদের ব্যাডমিন্টনে ভারতের সেরা তারকা পারুপল্লি কাশ্যপ বলেছেন, ভাগ্য ভারতের সঙ্গে ছিল না। তবে ভারতীয় দল দারুণ খেলেছে। রিও অলিম্পিকের জন্য হকি দলকে শুভেচ্ছাও জানিয়েছেন কাশ্যপ।