নয়াদিল্লি: রিও প্যারালিম্পিক্সে পদকজয়ী চার অ্যাথলিট সহ এই প্রতিযোগিতায় যোগ দেওয়া প্রত্যেকের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ সদস্যের ভারতীয় দল এবারের প্যারালিম্পিক্সে যোগ দিয়েছিল। দুটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পেয়েছে ভারত। বিশেষভাবে সক্ষম এই অ্যাথলিটদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁরা দেশকে গর্বিত করেছেন।


 

এবারের প্যারালিম্পিক্সে পুরুষদের টি-৪২ হাইজাম্পে সোনা জিতেছেন মরিয়াপ্পান থঙ্গভেলু। পুরুষদের এফ-৪৬ জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। মহিলাদের এফ-৫৩ শট পাটে রুপো পেয়েছেন দীপা মালিক। পুরুষদের টি-৪২ হাইজাম্পে ব্রোঞ্জ পেয়েছেন বরুণ সিংহ ভাতি।


 

এই অ্যাথলিটদের সঙ্গে দেখা করার পর ট্যুইট করে তাঁদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি প্রত্যেকের সঙ্গে ছবি তুলে আলাদাভাবে ট্যুইট করেছেন। প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক জেতা দীপার আলাদা করে প্রশংসা করেছেন মোদী।