নয়াদিল্লি: আসন্ন রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা ভাল পারফরম্যান্সের পাশাপাশি সু-আচরণের মাধ্যমে সারা বিশ্বের মানুষের হৃদয় জয় করে নেবেন বলে আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আশা, ১৫ অগাস্ট সারা দেশ যখন ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে, তখন রিও-তেও জাতীয় পতাকা উড়বে।


আজ দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ‘রান ফর রিও’-র সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি অলিম্পিকে যোগ দেওয়া অ্যাথলিটদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তাঁর আশা, রিও-তে যাওয়া ১১৯ জন অ্যাথলিটই ভাল পারফরম্যান্স দেখাবেন। এবারের অলিম্পিকে ভারতের যে দল গিয়েছে, তা যথেষ্ট শক্তিশালী। ১০০ বছরের বেশি সময় ধরে ভারতীয় অ্যাথলিটরা অলিম্পিকে যোগ দিচ্ছেন। কিন্তু এবারই প্রথম এত বড় দল যাচ্ছে। অ্যাথলিটদের খাওয়া-দাওয়া এবং অনুশীলন যাতে ঠিকমতো হয় তার জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রে খেলোয়াড়দের মতামতকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক-একজনের প্রস্তুতির জন্য ৩০ লক্ষ থেকে ১.৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করা হয়েছে। প্রস্তুতি খুব ভাল হয়েছে। আশা করা যায়, এবার অলিম্পিকে ভাল ফলই করবে ভারত।

৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে রিও অলিম্পিক। তার কিছুদিন আগে থাকতেই ভারতীয় অ্যাথলিটরা গেমস ভিলেজে গিয়ে থাকতে শুরু করেছেন। জেট ল্যাগ কাটিয়ে নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায়, তার জন্যই ভারতীয় অ্যাথলিটরা আগেভাগে রিও-তে যাচ্ছেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এবারের অলিম্পিক শুরু হওয়ার আগে থাকতেই ২০২০ সালে টোকিও-তে পরবর্তী অলিম্পিকের জন্য অ্যাথলিটদের তৈরি হওয়ার বার্তা দিয়েছেন মোদী। পরবর্তী অলিম্পিকের প্রস্তুতির জন্য সরকার সবরকমভাবে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।