নয়াদিল্লি: ভারতের প্রাক্তন হকি তারকা মহম্মদ শাহিদের প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

 

ট্যুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁরা শাহিদকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে তাঁর অকালমৃত্যু হল। ভারত একজন প্রতিভাবান ক্রীড়াবিদকে হারাল।





 

 

মমতা ট্যুইট করে শোক প্রকাশ করে শাহিদের পরিবার-পরিজনদের সমবেদনা জানিয়েছেন।



 

অলিম্পিকে শুটিংয়ে রুপো জেতা রাজ্যবর্ধন ট্যুইটে লিখেছেন, ড্রিবল চ্যাম্পিয়ন মহম্মদ শাহিদ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।



 

ভারতের অন্যতম সেরা হকি খেলোয়াড় ছিলেন শাহিদ। তিনি ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮২ এশিয়ান গেমসে রুপো এবং ১৯৮৬ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী দলেও ছিলেন শাহিদ। তিনি ড্রিবলিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। এহেন খেলোয়াড়ের প্রয়াণে ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারিও শোক প্রকাশ করেছেন।