এর আগে বৃহস্পতিবার ‘শান্তির জন্য যোগাসন’ বিষয়ক এক অনুষ্ঠানে মোদী বলেন, ‘আর্জেন্তিনা যদি ভারতের দর্শন, শিল্প, সঙ্গীত ও নৃত্যের প্রতি আকৃষ্ট হয়, তাহলে ভারতেও আর্জেন্তিনার ফুটবল তারকাদের কোটি কোটি ভক্ত আছে। মারাদোনার নাম ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।’ মোদীকে বিশেষ জার্সি উপহার ফিফা সভাপতির
Web Desk, ABP Ananda | 02 Dec 2018 02:24 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
বুয়েনস আইরেস: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ জার্সি উপহার দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। আর্জেন্তিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে দেখা হয় ইনফ্যান্তিনোর। সেখানেই তিনি ভারতের প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন। ট্যুইট করে মোদী বলেছেন, ‘আর্জেন্তিনায় এসে ফুটবলের কথা ভাবব না, এটা অসম্ভব। আর্জেন্তিনার খেলোয়াড়রা ভারতে অত্যন্ত জনপ্রিয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর কাছ থেকে জার্সি উপহার পেলাম। তাঁকে ধন্যবাদ।’