নয়াদিল্লি: শিখর ধবনকে সহানুভূতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্যুইট করে বললেন, “২২ গজ তোমাকে মিস করেব।”
বুধবারই শেষ হয়ে গিয়েছে শিখরের বিশ্বকাপ স্বপ্ন। বুড়ো আঙুলের চোট তাঁকে পৃথিবীর সব চেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতার অবশিষ্ট ক্রীড়াসূচি থেকে ছিটকে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচ খেলেই আপাতত বিশ্বকাপ সফর শেষ হল তাঁর। ওভালের নায়ক তাঁর এই স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর। ট্যুইটেই সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা, “আমি আর ২০১৯ বিশ্বকাপের অংশ নেই, এই কথা বলতে গিয়ে খুবই আবেগপ্রবণ লাগছে। দুর্ভাগ্যবশত, সময়ের মধ্যে আঙুলের চোট সারল না। তবে খেলা চালিয়ে যেতে হবে। আমার দল, দেশ ও সতীর্থরা যেভাবে আমাকে ভালবেসেছে এবং পাশে দাঁড়িয়েছে আমি তাতে কৃতঘ্ন। জয় হিন্দ।”
ভারতীয় তারকার এই ট্যুইটের পরই শিখরের পাশে দাঁড়িয়ে সহানুভূতি দেখালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লিখেছেন, “নিশ্চিতভাবে বলতে পারি, ২২ গজ তোমাকে মিস করবে। তবে আমার বিশ্বাস, তুমি খুব তাড়াতাড়ি চোট সারিয়ে কামব্যাক করবে এবং দেশকে জয় এনে দিতে উপযোগী ভূমিকা পালন করবে।”