ম্যাঞ্চেস্টার: চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শিখর ধবন এবং তাঁর বদলে দলে জায়গা পাওয়া ঋষভ পন্থকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। তাঁর ট্যুইট, ‘শিখর, তোমার জন্য খারা লাগছে। তুমি ভাল খেলছিলে। এরকম একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মাঝপথে চোট পেলে মন ভেঙে যায়। আমি নিশ্চিত, তুমি দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাবে। ঋষভ, তুমি ভাল খেলছো। নিজেকে প্রকাশ করার জন্য এর চেয়ে বড় মঞ্চ হতে পারে না। শুভেচ্ছা রইল।’



৯ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দুরন্ত শতরান করলেও, সেই ম্যাচেই নাথান কুল্টার নাইলের বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ধবন। আঙুলে চিড় ধরায় তাঁর পক্ষে বেশ কিছুদিন খেলা সম্ভব হবে না বলেই বিসিসিআই সূত্রে খবর। ফলে এই বাঁ হাতি ওপেনারকে বাদ দিয়েই বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলবে ভারতীয় দল। ধবনের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। শনিবার ভারতের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে।