বেঙ্গালুরু: আজ টেস্ট ক্রিকেটের অভিজাত দুনিয়ায় পা দিল আফগানিস্তান। বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট ম্যাচের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, এই ম্যাচের আয়োজন করতে পেরে ভারত গর্বিত ও সম্মানিত। যুদ্ধ দীর্ণ আফগানিস্তানের অদম্য মানসিক জোরকেও স্যালুট করেছেন তিনি।
ম্যাচের আগে প্রধানমন্ত্রীর বার্তা পড়ে শোনান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর। প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তান যে তাদের প্রথম টেস্ট ম্যাচ ভারতে খেলার সিদ্ধান্ত নিয়েছে তা এ দেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। ২০০১-এ আইসিসি-র সদস্যপদ পাওয়ার পর তরুণ, প্রতিভাধর আফগান খেলোয়াড়রা খুব দ্রুত অসাধারণ উন্নতি করেছেন।
দুদেশের ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানানোর পাশাপাশি ঐতিহাসিক এই টেস্টে সামিল হতে পারা ভারতীয় ও আফগান ক্রিকেটারদেরই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মোদী বলেছেন, আফগানিস্তানের মানুষের মধ্যে ক্রিকেট আজ ঐক্যের কাজ করছে, এই সফরে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে পারার জন্য ভারত গর্বিত।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান আতিফ মাশালও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির একটি বার্তা পাঠ করেন। তাতে ঘানি বলেছেন, ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের এই প্রথম টেস্ট ম্যাচকে স্বাগত জানাচ্ছেন তিনি। এই শতকের শুরুতে যাঁরা আফগানিস্তানে ক্রিকেটের স্বপ্ন দেখেছিলেন ও বিশ্বাস করেছিলেন, একদিন তাঁরা বিশ্বসেরাদের বিরুদ্ধে খেলবেন, তাঁদের জন্য তিনি গর্বিত। আজকের দিনটি ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, ভারতের পাশাপাশি আফগানিস্তানও এখন থেকে এশিয়ার বৃহৎ ক্রিকেট শক্তি।
অন্যান্য টেস্ট খেলা দেশকেও আফগানিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের আয়োজন করতে অনুরোধ করেছেন তিনি।