ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। তাঁর বদলে দীর্ঘদিন পরে জাতীয় দলে সুযোগ পেয়ে ভাল পারফরম্যান্স দেখান পার্থিব পটেল। কিন্তু টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে, ঋদ্ধিমানই টেস্টে এক নম্বর উইকেটকিপার। বাংলার এই ক্রিকেটার ফিট হয়ে ওঠার পরেই তাই টেস্ট দলে ফিরেছেন।
টেস্ট দলে জায়গা ফিরে পাওয়া প্রসঙ্গে ঋদ্ধিমান বলেছেন, ‘নিজেদের অবস্থান জানলে ক্রিকেটারদের সুবিধা হয়। কারণ, চোট পাওয়ার পর একজনকে যদি বলে দেওয়া হয়, তুমি সুস্থ হয়ে উঠলেই দলে নিজের জায়গা ফিরে পাবে, তাহলে সেই ক্রিকেটার অনুপ্রাণিত হয়। পারফরম্যান্সে তার প্রভাব পড়ে।’
অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে ঋদ্ধিমান বলেছেন, ‘বিরাট সবসময় অপর প্রান্তের ব্যাটসম্যানকে সাহায্য করে। ও সবসময় বলে, ক্রিজে এসে শুরুতে সতর্ক থাকার দরকার নেই। মারার বল পেলেই মারবে। সেই কারণেই আমি শট খেলার চেষ্টা করছিলাম। স্ট্যাম্প হওয়া থেকে বেঁচে যাওয়ার পরেও বিরাট বলে, কোনও ব্যাপার না। আবার মারার বল পেলে মারবে। ও সবসময় আত্মবিশ্বাস জোগায়। এটা বড় ভরসা।’
এই শতরানে খুশি হলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি অর্ধশতরানকেই এগিয়ে রাখছেন ঋদ্ধিমান। কারণ, দলের সেই সময় রানের দরকার ছিল। তাছাড়া নিউজিল্যান্ডের বোলিং আক্রমণও শক্তিশালী। তাই ওই দুটি ইনিংস গুরুত্বপূর্ণ।