ওয়ারশ: তিন বছরের একটি ছেলের ক্যাম্সার। চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। তার মা সাহায্য চেয়েছিলেন। তাই রিও অলিম্পিকে ডিসকাস ছুঁড়ে পাওয়া রুপোর পদক নিলামে বিক্রি করে দিলেন পোল্যান্ডের পিয়োতর মালাকোবস্কি।


 

৩৩ বছর বয়সি এই পোলিশ ডিসকাস থ্রোয়ার কয়েকদিন আগে ফেসবুকে লিখেছিলেন, ওলেক নামে এই শিশুটির মা চিঠিতে লিখেছেন, সে দু বছর ধরে চোখের ক্যান্সারে ভুগছে। নিউ ইয়র্কে তার চিকিৎসা চলছে। এখন সাহায্যই একমাত্র ভরসা। সেই কারণেই পদক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মালাকোবস্কি।

 

এই অ্যাথলিট ফেসবুকে আরও লেখেন, ‘রিওতে আমি সোনা পাওয়ার জন্য লড়াই করেছি। আজ আমি সবাইকে আরও মূল্যবান কর্তব্যের জন্য লড়াই করার অনুরোধ করছি। যদি আপনারা আমাকে সাহায্য করেন, তাহলে আমার রুপোর পদক ওলেকের কাছে সোনার চেয়ে বেশি মূল্যবান হয়ে যাবে।’

 

মালাকোবস্কির এই আবেদনে অনেকেই সাড়া দেন। শেষপর্যন্ত সবচেয়ে বেশি দর দেওয়া ব্যক্তির কাছে পদকটি বিক্রি করে দিয়েছেন এই অ্যাথলিট। এখন তিনি শিশুটির মায়ের হাতে অর্থ তুলে দিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।