করাচি: ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবা উল হক। তাঁর বক্তব্য, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ শুরু করতে চাইলে রাজনীতিকে খেলা থেকে দূরে রাখতে হবে।
২০১০ সালে পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হন মিসবা। কিন্তু এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। নিরপেক্ষ কেন্দ্রে সংক্ষিপ্ত ওভারের ম্যাচে অবশ্য খেলেছেন মিসবা। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া প্রথম টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচ এবং ফাইনালেও ভারতের বিরুদ্ধে খেলেছিলেন মিসবা। তবে দ্বিপাক্ষিক সিরিজে খেলতে চান তিনি।
ভারতের বিরুদ্ধে সিরিজ প্রসঙ্গে পাক অধিনায়ক বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি ভারতের বিরুদ্ধে খেলতে চাই। ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দিতে চাই আমি। কিন্তু যতদিন না ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখা হচ্ছে, ততদিন দ্বিপাক্ষিক সিরিজ শুরু করা যাবে না।’
মিসবার দাবি, পাকিস্তান বরাবরই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের তরফ থেকে সাড়া মেলেনি।
রাজনীতিকে খেলা থেকে দূরে রাখতে হবে, ভারতের সঙ্গে সিরিজ প্রসঙ্গে মিসবা
Web Desk, ABP Ananda
Updated at:
26 Sep 2016 09:44 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -