বেঙ্গালুরু: শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও, কাইরেন পোলার্ডের অসাধারণ ইনিংসের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ড করলেন ৭০ রান। তাঁকে যোগ্য সঙ্গত করলেন ক্রুনাল পাণ্ড্য (৩৭)। স্যামুয়েল বদ্রী ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন। তিনি হ্যাটট্রিক করেন। কিন্তু তাতেও জয় পেল না আরসিবি।

আজ ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মাত্র ৭ রানে ৪ উইকেট হারায় মুম্বই। পার্থিব পটেল (৩), জোশ বাটলার (২), রোহিত শর্মা (০) ও মিচেল ম্যাকক্লেনাঘানরা (০) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। সেই সময় মনে হচ্ছিল, সহজ জয় পাবে আরসিবি। কিন্তু শেষপর্যন্ত ম্যাচের ধারা বদলে দিলেন পোলার্ড। তিনি একা লড়াই করে মুম্বইকে জেতালেন।

এবারের আইপিএল-এ প্রথমবার খেলতে নেমে অর্ধশতরান করেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ৬২ রান করলেও, মন্থর ব্যাটিং করায় দলকে ভাল জায়গায় রাখতে পারেননি বিরাট। পরপর উইকেট হারিয়ে স্বল্প রান করে চাপে পড়ে যায় আরসিবি। নির্ধারিত ২০ ওভারে বিরাটদের রান ছিল ৫ উইকেটে ১৪২। এই রান ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। বদ্রীর দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হল বিরাটদের।

আজ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন বিরাট ও ক্রিস গেইল। যদিও দু জনেই মন্থর ব্যাটিং করেন। গেইল এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত নিজের স্বাভাবিক খেলা দেখাতে পারেননি। এই ম্যাচেও তিনি বড় রান করতে পারলেন না। ২৭ বলে ২২ রান করে হার্দিক পাণ্ড্যর বলে আউট হলেন ক্যারিবিয়ান তারকা।

গেইল ফিরে যাওয়ার পর বিরাটের সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। এই জুটি ঝোড়ো ব্যাটিং করবে বলে আশায় ছিলেন আরসিবি সমর্থকরা। কিন্তু বিরাট নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারলেন না। ৪৭ বলে ৬২ রান করে মিচেল ম্যাকক্লেনাঘানের বলে জোশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আরসিবি অধিনায়ক। ডিভিলায়ার্স মাত্র ১৯ রান করেই আউট হলেন। কেদার যাদব (৯), মনদীপ সিংহরাও রান পেলেন না। ফলে বিপাকে পড়ে যায় আরসিবি। মাঝে ম্যাচের গতি বদলে গেলেও, শেষপর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়তে পারলেন না বিরাটরা।

আরসিবি দল- বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, কেদার যাদব, মনদীপ সিংহ, স্টুয়ার্ট বিনি, পবন নেগি, টাইমাল মিলস, শ্রীনাথ অরবিন্দ, যুজবেন্দ্র চাহাল ও স্যামুয়েল বদ্রী।

মুম্বই ইন্ডিয়ান্স দল- পার্থিব পটেল, জোশ বাটলার, রোহিত শর্মা, নীতীশ রানা, কাইরেন পোলার্ড, ক্রুনাল পাণ্ড্য, হার্দিক পাণ্ড্য, হরভজন সিংহ, মিচেল ম্যাকক্লেনাঘান, যশপ্রীত বুমরাহ ও টিম সাউদি।