মুম্বই:তাঁর দীর্ঘ দুই দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে ২০১১-র বিশ্বকাপ জেতাটাই সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর।


তাঁর জীবনভিত্তিক সিনেমা ‘সচিন- আ বিলিয়ন ড্রিমস’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তরে সচিন বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালটাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহুর্ত’।

সচিন বলেছেন, ‘দু-তিন বছর আগে একটা আইপিএল ম্যাচের জন্য মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ২ এপ্রিলের রাতটা (২০১১-তে ওইদিন ভারত বিশ্বকাপ জিতেছিল) মনে আছে। ও উত্তরে বলেছিল, সে এক দারুন অনুভূতি ছিল। আমাদের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে হোটেলে ফিরতেই বেশ কয়েক ঘন্টা লেগে গিয়েছিল’।

সচিন বলেছেন, ‘ওই মুহূর্তটার জন্যই আমি সারাজীবন অপেক্ষা করেছি। আমি কপিল দেবের হাতে ১৯৮৩-তে ওই ট্রফি দেখেছিলাম। আমারও স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতার। সেই স্বপ্নই তাড়া করে বেড়িয়েছি। ওই স্বপ্ন পূরণের থেকে আর ভালো কিছু হতে পারে বলে আমি মনে করি না’।

উল্লেখ্য, ২০১১-র ২ এপ্রিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জিতেছিল।