নয়াদিল্লি: ডেঙ্গুতে মৃত্যু আন্তর্জাতিক ফুটবলার পুনম চৌহানের। উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা পুনম গত এক সপ্তাহ ধরে ডেঙ্গুতে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টা নাগাদ বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
পরিবারের লোকজনরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই তাঁর অবস্থা খারাপ হতে শুরু করে। প্লেটলেট হঠাত করেই ভীষণ কমে যায়। রাত সাড়ে ৮ টা নাগাদ মৃত্যু হয় তাঁর।
পুনম উত্তরপ্রদেশ থেকে উঠে আসা প্রথম আন্তর্জাতিক ফুটবলার। সাউথ এশিয়ান গেমস্-এ সোনার মেডেলজয়ী ভারতীয় মহিলা দলে ছিলেন তিনি। বর্তমানে আঞ্চলিক স্তরে ফুটবলার বাছাই কমিটির পরীক্ষক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও বারাণসীর সিগরা স্টেডিয়ামে ফুটবলের প্রশিক্ষণ দিতেন পুনম। অসুস্থ হওয়ার আগে রাজ্য স্তরের ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আর যোগ দেওয়া হল না সেই প্রতিযোগিতায়।