ভারতীয় দলের চিন্তার কারণ 'বিরাট' ব্যাডপ্যাচ
Web Desk, ABP Ananda | 30 Sep 2016 10:02 PM (IST)
কলকাতা: ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির খারাপ ফর্ম অব্যাহত৷ গত ৫টি ইনিংসে ব্যাটে রান নেই৷ ইডেনেও ক্যাপ্টেন কোহলির ব্যাট থেকে এল না বড় রান৷ ব্যাটসম্যান বিরাটের অফফর্ম এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের৷ হঠাৎ বিরাট আকাশে কালো মেঘ৷ হঠাৎ বলা ভুল৷ আগস্ট মাস থেকে টেস্ট ক্রিকেটে ব্যাটে রান নেই ক্যাপ্টেন কোহলির৷ ২২শে জুলাই ডাবল সেঞ্চুরির পর ব্যাটে রানই নেই তাঁর৷ যা চলল ইডেনের ২২ গজেও৷ আগস্ট মাস থেকে শুক্রবার অবধি মোট ৫টি টেস্ট ইনিংস খেলেছেন ক্যাপ্টেন কোহলি৷ কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসার এই পাঁচ ইনিংসে সর্বোচ্চ স্কোর ১৮৷ বাকি ৪টি ইনিংসে দুই অঙ্কের ঘরেও যায়নি বিরাটের রান৷ গড় মাত্র ৮.৬০। ব্যাটসম্যান বিরাটের ফর্ম চিন্তা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের৷ এখানেই শেষ নয়, ইডেনে প্রথম ইনিংসে রান না পাওয়া বিরাট দুশ্চিন্তা বাড়িয়েছে ইডেনে তাঁর পরিসংখ্যানও৷ ইডেনে কোহলির টেস্ট ব্যাটিং গড় যে ১০ ও নয়! কবে ফর্মে ফিরবেন বিরাট? দেড় মাসেরও বেশি সময় টেস্ট ক্রিকেটে ব্যাটে রান নেই বিরাটের৷ শুধুমাত্র ভক্তরাই নন, বিরাট চিন্তায় কুম্বলে ও তাঁর থিঙ্ক ট্যাঙ্কও৷