নয়াদিল্লি: আগামী অক্টোবরে ডবলুটিএ চ্যাম্পিয়নশিপে খেলেই জুটি ভেঙে দেবেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস। মহিলাদের ডাবলসের এক নম্বর জুটি ভেঙে দেওয়ার কথা কয়েকদিন আগেই ঘোষণা করে দিয়েছেন তাঁরা। আজ এই দুই টেনিস তারকা দাবি করলেন, জুটি ভাঙার একমাত্র কারণ হল প্রত্যাশিত সাফল্য না পাওয়া। এছাড়া অন্য কোনও কারণ নেই।
এক যৌথ বিবৃতিতে সানিয়া ও মার্টিনা বলেছেন, ‘তিনটি গ্র্যান্ডস্ল্যাম এবং ১১টি ডবলুটিএ খেতাব জয়ের পর আমরা যৌথভাবে জুটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার আমরা অন্যদের সঙ্গে জুটি বেঁধে খেলব। গত বছরের অসাধারণ পারফরম্যান্সের জন্যই হয়তো আমাদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি আমরা প্রত্যাশিত সাফল্য পাচ্ছিলাম না। সেই কারণেই আলাদা খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটা সম্পূর্ণ পেশাদারি সিদ্ধান্ত। এর ফলে ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়বে না। সংবাদমাধ্যমে আমাদের সম্পর্ক নিয়ে অনেক রটনা চলছে। তবে আমাদের সম্পর্ক আগের মতোই ভাল।’
‘স্যান্টিনা’ নামে বিখ্যাত হয়ে ওঠা এই জুটি গত বছর ৯টি খেতাব জিতেছিল। কিন্তু সাম্প্রতিক ব্যর্থতার জেরে সেই জুটিই ভেঙে গেল। অক্টোবরেই শেষবার একসঙ্গে খেলতে দেখা যাবে সানিয়া ও মার্টিনাকে।
প্রত্যাশিত ফল না মেলাতেই বিচ্ছেদ, দাবি সানিয়া-মার্টিনার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2016 12:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -