রাজকোট: ভারতের বিরুদ্ধে চলতি টেস্টের তৃতীয় দিন খেলা শুরু হওয়ার আগে ‘আর্মিস্টিস ডে’-তে প্রথা মেনে জার্সির ডানদিকের কলারে লাল ফুল লাগিয়ে এবং এক মিনিট নীরবতা পালন করে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের শ্রদ্ধা জানালেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল এগারোটায় মিত্রশক্তির সঙ্গে জার্মানির যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকেই এই দিনটিকে ‘আর্মিস্টিস ডে’ হিসেবে পালন করা হয়। ঠিক এগারোটায় নীরবতা পালন করা ছাড়াও পোশাকে প্রতীকি লাল ফুল লাগান ইংরেজরা, যা ‘পপি’ নামে পরিচিত। অ্যালেস্টার কুকের দলের পাশাপাশি ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররাও আজ কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে ‘আর্মিস্টিস ডে’ পালন করেন।
আরও পড়ুন, পূজারা, বিজয়ের শতরান, বড় রানের পথে ভারতও, দেখুন, ডিআরএস-এ বাঁচলেন পূজারা, গ্যালারিতে স্ত্রীর উল্লাস
এই দিনটি পালন করা নিয়ে অবশ্য ফিফার সঙ্গে সংঘাত তৈরি হতে চলেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের। আজ রাতে ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। দু দলের ফুটবলাররাই জার্সিতে ‘পপি’ লাগিয়ে খেলতে নামার কথা জানিয়েছেন। কিন্তু ফিফা খেলার মাঠে কোনওরকম রাজনৈতিক, ধর্মীয় বা বাণিজ্যিক প্রতীক ব্যবহার করার বিরোধী। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ফুটবলাররা ‘পপি’ পরে খেলতে নামলে তাঁদের নির্বাসিত করারও হুঁশিয়ারি দিয়েছে ফিফা। তা সত্ত্বেও অনড় দু দল। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে ঝড় ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
‘আর্মিস্টিস ডে’-তে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের শ্রদ্ধা ইংল্যান্ডের ক্রিকেটারদের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2016 06:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -