মস্কো: মরক্কোকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল পর্তুগাল। দু’ম্যাচে চার পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে যাওয়ার দিকে অনেকটা এগিয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি গোল করেছে পর্তুগাল। চারটি গোলই করেছেন রোনাল্ডো। তিনি আজ ম্যাচের একমাত্র গোল করে ইউরোপিয়ানদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হয়ে গিয়েছেন। হাঙ্গেরির কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাসের রেকর্ড ভেঙে দিয়েছেন রোনাল্ডো। এই পারফরম্যান্সে তিনি খুশি। তবে মনে করছেন, পর্তুগালকে উন্নতি করতে হবে।

আজ ম্যাচের পর রোনাল্ডো বলেছেন, ‘আমি খুব খুশি। ম্যাচ জেতা এবং তিন পয়েন্ট পাওয়া সবচেয়ে জরুরি ছিল। আমরা জানতাম, এই ম্যাচে হেরে গেলেই ছিটকে যেতে হতে পারে। আমরা এটাও জানতাম, মরক্কো অলআউট ঝাঁপাবে। ওরা এত ভাল খেলেছে, আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আমি একটা গোল করতে পেরেছি। এটা আমার পক্ষে দারুণ ব্যাপার। গ্রুপ পর্যায়ে উন্নতি করাই আমাদের লক্ষ্য। আমরা নক-আউটে প্রায় পৌঁছে গিয়েছি। গ্রুপের সেরা হতে চাই। ম্যাচ ধরে ধরে এগোচ্ছি।’