নয়াদিল্লি: ভারতীয় হকি দলের গোলরক্ষক পি আর শ্রীজেশকে এক অনন্য সম্মানে ভূষিত করা হল। গত বছর হকিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হলেন এই অভিজ্ঞ গোলরক্ষক। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন শ্রীজেশ। ২০১৯ সালে মহিলা হকি দলের প্লেয়ার রানি রামপল এই সম্মানে ভূষিত হয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে। শ্রীজেশ হারিয়ে দেন স্পেন ও ইতালির প্রতিদ্বন্দ্বীকে। 


 






টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের ব্রোঞ্জ জয়ের পেছনে অন্যতম অবদান রয়েছে শ্রীজেশের। তিনি বলছেন, ''আমি এই সম্মান পেয়ে ভীষণভাবে খুশি। আমাকে মনোনীত করার জন্য ভীষণভাবে কৃতজ্ঞ আমি। এছাড়াও বিশ্বের সারা প্রান্তে ভারতীয় হকি দলের সমর্থকরা যেভাবে রয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের জন্য আজকে এই সম্মানে ভূষিত হয়েছি আমি।''


টোকিও অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জয় পুরুষ হকি দলের। ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক ভারতের। জার্মানিকে হারিয়েছিল ৫-৪ গোলে। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করেছিল ভারতীয় হকি দল। সিমরনজিতের জোড়া গোল। একটি করে গোল করেন হার্দিক সিংহ, রুপিন্দর পাল সিংহ, হরমনপ্রীত। তাঁদের এই জয়ে উচ্ছ্বাসিত দেশবাসী। সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা, সকলেই অভিনন্দন জানিয়েছিলেন টিম হকিকে। চক দে ইন্ডিয়ার হকি কোচ হিসাবে অভিনয় করেছিলেন শাহরুখ খান। তিনি উচ্ছ্বসিত ভারতীয় দলের এই সাফল্যে। 


আরো পড়ুন: পুনে ওয়ারির্য়সের ছায়া, লখনউ সুপারজায়ান্টসের লোগো উন্মােচনেই বিতর্ক