নয়াদিল্লি: পদ্ম সম্মান পাচ্ছেন ভারতীয় হকির কিংবদন্তি প্রাক্তন গোলরক্ষক পি আর শ্রীজেশ। সম্মানিত হচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আইএম বিজয়ন। তালিকায় আরও দুজন হলেন প্যারালিম্পিয়ান হরবিন্দর সিংহ এবং প্রাক্তন কুস্তিগীর সত্যপাল সিংহ।
প্রজাতন্ত্র দিবসের আগের দিন নিয়মমাফিকভাবে ঘোষিত হল পদ্ম সম্মান প্রাপকদের নাম। সেই তালিকায় রয়েছেন মোট ১৩৯ জন। ক্রীড়া, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি সব বিভাগ থেকেই বিশেষ বিশেষ ব্যক্তিদের সম্মানিত করা হবে। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ। শ্রীজেশকে সেই সম্মানেও সম্মানিত করা হল। ২০২০ টোকিও অলিম্পিক্স ও প্যারিস অলিম্পিক্সে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। সেই দুটো সাফল্যে শ্রীজেশের অবদান ছিল বিশাল। প্যারিস অলিম্পিক্সের পরই হকিকে বিদায় জানান শ্রীজেশ। তাঁর প্রতি সম্মান জানাতে তাঁর ১৬ নম্বর জার্সি অবসরের সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া। ১৮ বছরের বর্ণময় কেরিয়ার শেষে অবশ্য এখনই ছুটিতে যেতে পারছেন না শ্রীজেশ। ২০১৪ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ২০১৮ এশিয়াড গেমসে ব্রোঞ্জ জিতেছেন শ্রীজেশ।
অশ্বিন দেশের জার্সিতে টেস্ট ফর্ম্যাটে ৫৩৭ উইকেট নিয়েছেন। অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি এখন অশ্বিন। গত বর্ডার গাওস্কর ট্রফি চলার ফাঁকেই হঠাৎ করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অশ্বিন।
ভারতীয় ফুটবলে কালো হরিণ বলে পরিচিত ছিলেন আইএম বিজয়ন। ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ২২ বছর আগে। এরপর বিজয়নকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। দেশের জার্সিতে ২৯ গোল করেছিলেন।
কারা পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন দেখে নিন-
পদ্ম-বিভূষণ
১. দুভ্বুর নাগেশ্বর রেড্ডি২. অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী জগদীশ সিং খেহর৩. কুমুদিনী রজনীকান্ত লাখিয়া৪. লক্ষ্মীনারায়ণ সুব্রমনিয়াম৫. এমটি বাসুদেবন নায়ের (মরণোত্তর)৬. ওসামু সুজুকি (মরণোত্তর)৭. শার্দা সিনহা (মরণোত্তর)
পদ্ম-ভূষণ
১. এ সূর্য প্রকাশ২. অনন্ত নাগ৩. বিবেক দেবরায় (মরণোত্তর)৪. যতীন গোস্বামী৫. জোশ চাকো পেরিয়াপ্পুরম৬. কৈলাশ নাথ দীক্ষিত৭. মনোহর জোশি (মরণোত্তর)৮. নল্লি কুপ্পুস্বামী ছেট্টি৯. নন্দমুরি বালাকৃষ্ণ১০. পিআর শ্রীজেশ১১. পঙ্কজ পটেল১২. পঙ্কজ উদাস (মরণোত্তর)১৩. রামবাহাদুর রায়১৪. সাধ্বী ঋতমভরা১৫. এস অজিত কুমার১৬. শেখর কাপুর১৭. শোভনা চন্দ্রকুমার১৮. সুশীল কুমার মোদি (মরণোত্তর)১৯. বিনোদ ধাম
পদ্মশ্রী-
অদ্বৈত চরণ গডানায়কঅচ্যুত রামচন্দ্র পলবঅজয় ভি ভট্টঅনিল কুমাপ বোরোঅরিজিৎ সিংহঅরুন্ধতী ভট্টাচার্যঅরুণোদয় সাহাঅরবিন্দ শর্মাঅশোক কুমার মহাপাত্রঅশোক লক্ষণ শরফআশুতোষ শর্মাঅশ্বিনী ভিণ্ডে দেশপাণ্ডেবৈজনাথ মহারাজব্যারি গডফ্রে জনবেগম বাতুলভরত গুপ্তভেরু সিংহ চৌহানভীম সিংহ ভবেশভীমা দোদ্দাবলাপ্পা শ্রীলেকইয়াথারাবুধেন্দ্র কুমার জৈন
সি এস বৈদ্যনাথনচৈত্রম দেওচাঁদ পাওয়ারচন্দ্রকান্ত শেঠ (মরণোত্তর)চন্দ্রকান্ত সোমপুরাচেতন ই চিটনিসডেভিড আর সিমেলিহদুর্গা চরণ রণবীরফারুক আহমদ মীরগণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়গীতা উপাধ্যায়গোকুল চন্দ্র দাসগুরুভায়ুর দোরাইহরচন্দন সিং ভাট্টিহরিমান শর্মাহরজিন্দর সিং শ্রীনগর ওয়ালেহরবিন্দর সিংহাসান রঘুহেমন্ত কুমারহৃদয় নারায়ণ দীক্ষিতহিউ এবং কলিন গ্যান্টজার (মরণোত্তর)ইনিভালপ্পিল মানি বিজয়ন
জগদীশ জোশিলাজসপিন্দর নরুলাজোনাস ম্যাসেটিজয়নাচরণ বাথারিজুমদে ইয়োমগাম গামলিনকে. দামোদরনকে এল কৃষ্ণকে ওমানকুট্টি আম্মাকিশোর কুনাল (মরণোত্তর)এল হ্যাংথিংলক্ষ্মীপতি রামাসুবাইয়েরললিত কুমার মঙ্গোত্রলামা লবজাং (মরণোত্তর)লিবিয়া লোবো সরদেশাইএমডি শ্রীনিবাসমাদুগুলা নাগাফনি শর্মামহাবীর নায়কমমতা শঙ্করমন্দা কৃষ্ণ মাদিগামারুতি ভুজংরাও চিতামপল্লীমিরিয়ালা আপারাও (মরণোত্তর)
নগেন্দ্র নাথ রায়নারায়ণ (ভুলাই ভাই) (মরণোত্তর)নরেন গুরুংনীরজা ভাটলানির্মলা দেবীনীতিন নহরিয়াওঙ্কার সিং পাহওয়াপি দ্যাচানামূর্তিপাণ্ডী রাম মাণ্ডবীপারমার লাভজিভাই নাগজিভাইপবন গোয়েঙ্কাপ্রশান্ত প্রকাশপ্রতিভা শতপথিপুরিসাই কান্নাপা সম্বন্ধনআর অশ্বিনআরজি চন্দ্রমোগনরাধাবাহিন ভট্টরাধাকৃষ্ণন দেবসেনাপতিরামদর্শ মিশ্ররণেন্দ্র ভানু মজুমদাররতন কুমার পরীমুরেবা কান্ত মহন্তরেন্থলেই লালরওনারিকি জ্ঞান কেজ
সজ্জন ভজনকাস্যালি হোলকারসন্ত রাম দেশওয়ালসত্যপাল সিংসেনি বিশ্বনাথনসেতুরামন পঞ্চনাথনশেখা শায়খা আলী আল-জাবের আল-সাবাহশিন কাফ নিজাম (শিব কিষাণ বিসা)শ্যাম বিহারী আগরওয়ালসোনিয়া নিত্যানন্দস্টিফেন ন্যাপসুভাষ খেতুলাল শর্মাসুরেশ হরিলাল সোনিসুরিন্দর কুমার ভাসলস্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)সৈয়দ আইনু হাসানতেজেন্দ্র নারায়ণ মজুমদারথিয়াম সূর্যমুখী দেবীতুষার দুর্গেশভাই শুক্লা
বদিরাজ রাঘবেন্দ্রচার্য পঞ্চমুখীবাসুদেও কামাথভেলু আসানভেঙ্কাপ্পা আম্বাজি সুগাতেকরবিজয় নিত্যানন্দ সুরীশ্বর জি মহারাজবিজয়লক্ষ্মী দেশমনেবিলাস ডাংরেবিনায়ক লোহানী