কলকাতা: মুম্বইয়ের ওয়াংখেড়ে। সচিন রমেশ তেন্ডুলকরের শেষ আন্তর্জাতিক ম্যাচেই শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। তারপর অর্ধ দশকেরও বেশি সময় ২২ গজে থাকলেও আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়নি তাঁকে। আইপিএল খেলেছেন। হায়দরাবাদ, বাংলা ও বিহারের হয়ে রঞ্জিতেও দেখা গিয়েছে প্রজ্ঞানকে। তবে আর নয়। এবার থামার সময় এসেছে। ক্রিকেট জীবনকে অবসর জানিয়ে এগিয়ে যেতে চান তিনি। আর সেকারণেই ৩৩ বছরের ভারতীয় ক্রিকেটার সোশ্যাল মিডিয়া দীর্ঘ চিঠি লিখে জানিয়ে দিলেন, “আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”





দীর্ঘ চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহ, মনোজ তিওয়ারি সহ আরও একাধিক ক্রিকেটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রজ্ঞান। ২০০৮ সালে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজে ডাক পান এই বাঁ হাতি স্পিনার। ওই সিরিজেই ওয়ান ডে ক্রিকেটে অভিষেক। পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক। সচিনের হাত থেকেই পেয়েছিলেন জাতীয় দলের ক্যাপ। তারপর টানা পাঁচ বছর, ২০১৩ পর্যন্ত ভারতীয় একাদশে নিয়মিত খেলেছেন তিনি। বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে একাধিক ম্যাচও জিতিয়েছেন। তবে রবীন্দ্র জাদেজার উত্থানের কারণেই জাতীয় দলে প্রজ্ঞানের প্রাসঙ্গিকতা কমতে থাকে। কালের নিয়মে ক্রমশ হারিয়ে যেতে থাকেন এই বাঁ হাতি। বিগত ৭ বছরে প্রজ্ঞান ওঝাকে আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়নি।


আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশটির কাছাকাছি ম্যাচ খেলেছেন তিনি। ঝুলিতে রয়েছে ১৪৪টি উইকেট। শুক্রবার ১২ বছরের ক্রিকেট জীবনকে ইতি জানালেন প্রজ্ঞান।