গ্রেটার নয়ডা: ফের ক্রিকেট মাঠে দুর্ঘটনা৷ দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন মাথায় চোট পেলেন স্পিনার প্রজ্ঞান ওঝা৷ দলীপ ট্রফিতে ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া গ্রিনের ম্যাচ চলছিল৷ ইন্ডিয়া গ্রিনের হয়ে মিড-অনে ফিল্ডিং করছিলেন ওঝা৷ ব্যাটিং করছিলেন ইন্ডিয়া ব্লু-র পঙ্কজ সিংহ৷ শ্রেয়স গোপালের করা বলে শট মারেন তিনি৷ মিড অনে অসমান বাউন্সে লাফিয়ে ওঠে বল৷ ওঝা কিছু বুঝতে পারার আগেই তাঁর মাথার বাঁ দিকে গিয়ে লাগে বল৷ মাটিতে লুটিয়ে পড়েন ওঝা৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ তবে চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।
বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ওঝা আপাতত স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে ওঝার যে ছবি দেখা যাচ্ছে, তাতে এই স্পিনারকে কিছুটা সুস্থ বলেই মনে হচ্ছে। তিনি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন।