ইনদওর: এ বছরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে কর্ণাটক ও কলকাতা নাইট রাইডার্সের পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মন্তব্য, ‘যে ক্রিকেটারদের বোলিং অ্যাকশন একইরকম, তাদের মধ্যে থেকে যার অভিজ্ঞতা বেশি তাকে বেছে নিতে হবে। অস্ট্রেলিয়ায় একজন ক্রিকেটার চমক হতে পারে। এমন একজন ক্রিকেটার যে জোরে বল করতে পারে এবং বলে বাউন্সও আছে। ঘরোয়া ম্যাচগুলিতে ভাল পারফরম্যান্স দেখিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ। সব ফর্ম্যাটে এই বোলারদের পাওয়া বিলাসিতা। বিশ্বকাপের আগে আমাদের কাছে অনেক বিকল্প আছে।’
আইপিএল-এ এখনও পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। তাঁর স্ট্রাইক রেট ২৯ এবং ইকনমি রেট ৯.৩২। ২৩ বছরের এই ডানহাতি পেসার ৬টি প্রথম শ্রেণির এবং ৪১টি লিস্ট এ ম্যাচ খেলে যথাক্রমে ২০ ও ৬৭টি উইকেট নিয়েছেন।
টি-২০ বিশ্বকাপে ‘চমক’ হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ, ইঙ্গিত বিরাট কোহলির
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2020 06:17 PM (IST)
আইপিএল-এ এখনও পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -