প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বেঙ্গালুরুর সহ-মালিক সচিন
Web Desk, ABP Ananda | 08 Dec 2016 08:42 PM (IST)
বেঙ্গালুরু: ফুটবলের পর এবার ব্যাডমিন্টনের সঙ্গেও যুক্ত হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ইন্ডিয়ান সুপার লিগে কেরল ব্লাস্টার্সের পর এবার প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে বেঙ্গালুরু ব্লাস্টার্সের সহ-মালিক হলেন সচিন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বেঙ্গালুরুর দলটির অন্যতম মালিক শিল্পপতি নিম্মাগাড্ডা প্রসাদ বলেছেন, সচিন ছাড়াও অভিনেতা চিরঞ্জীবী ও আক্কিনেনি নাগার্জুন এবং চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। সচিন তাঁদের সঙ্গে যুক্ত হওয়ায় খুশি বেঙ্গালুরু ব্লাস্টার্সের কোচ পুল্লেলা গোপীচাঁদ। তাঁর মতে, এর ফলে যেমন খেলোয়াড়দের মনোবল বাড়বে, তেমনই আরও বেশি দর্শক খেলা দেখতে আসবেন।