নয়াদিল্লি: অলিম্পিকে সোনা হাতছাড়া হলেও, রুপো পাওয়ায় পিভি সিন্ধুকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা ট্যুইট করে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন।

 

ইতিহাস গড়ার জন্য সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি সিন্ধুর পারফরম্যান্সের প্রশংসা করে লিখেছেন, এই শাটলারের জন্য সারা দেশ গর্বিত। তাঁর পরিবারের মতোই সারা দেশ আনন্দ করছে।





 

 

প্রধানমন্ত্রী লিখেছেন, সিন্ধু অসাধারণ লড়াই করেছেন। রিও অলিম্পিকে তিনি ইতিহাস গড়েছেন। তাঁর এই পারফরম্যান্স দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রুপো জয়ের জন্য অভিনন্দন।


 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, রুপোর মেয়ে সিন্ধুর জন্য সারা দেশ গর্বিত। তাঁর এই পারফরম্যান্স যুব সমাজের কাছে স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে।


 

সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, অভিনব বিন্দ্রারাও খেলা দেখছিলেন। তাঁরা প্রত্যেকেই আশা করেছিলেন সিন্ধু সোনা জিতবেন। তবে লড়াই করে হার মানলেও, সিন্ধুর এই অনবদ্য পারফরম্যান্স সবারই হৃদয় ছুঁয়ে গিয়েছে।

 

অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে দেশের একমাত্র সোনা জয়ী বিন্দ্রার আশা ছিল, এই ম্যাচে জিতে সিন্ধু তাঁকে ধরে ফেলবেন। কিন্তু সেটা হল না। হতাশ হয়ে বিন্দ্রা ট্যুইটারে লিখেছেন, এক সপ্তাহ আগে তিনি নিজে পদক হারানোর পর যতটা ভেঙে পড়েছিলেন, আজ তার চেয়েও বেশি কষ্ট পেলেন। তবে সিন্ধু ভাল খেলেছেন। তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।



 

সচিন ট্যুইটারে লিখেছেন, অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সবচেয়ে কমবয়সি পদক জয়ী সিন্ধু সবার হৃদয় জিতে নিয়েছেন। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।


 

অমিতাভ ট্যুইটে লিখেছেন, এই গর্বের মুহূর্ত উপহার দেওয়ার জন্য সিন্ধুকে ধন্যবাদ। সারা ভারত তাঁর জন্য গর্বিত।