রাঁচি: রাঁচিতে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে চাপটা ভারতের ওপররেই থাকবে। এ কথা বলেছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথন লিয়ন। দুই দেশের মধ্যে চার টেস্টের সিরিজ বর্তমানে ১-১। রাঁচি ও ধর্মশালায় পরবর্তী দুটি টেস্টে খেলা হবে।


এদিন বেঙ্গাবুরু থেকে রাঁচিতে যাওয়ার আগে লিওন অসি সংবাদমাধ্যমবলেছেন, ভারতের আসার তো দূরের কথা, সিরিজের প্রস্তুতি নিতে দুবাইতে আসার আগে থেকেই অস্ট্রেলিয়াকে কেউ খুব একটা পাত্তা দিচ্ছিল না। সবাই ধরে নিয়েছিল, খুব সহজেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নেবে ভারত। কিন্তু এখন তো একটা মাত্র ম্যাচ জিতে নিলেই বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলেই রেখে দিতে পারবে অস্ট্রেলিয়া।

লিওন বলেছেন, চাপটা এখন তাই ভারতেরই ওপর। কারণ, আমরা ইতিমধ্যেই প্রমাণ করেছি যে, যে কোনও সেরা দলকেই আমরা হারাতে পারি। প্রথম টেস্টে আমরা জিতেছি। দ্বিতীয় টেস্টেও দারুন লড়াই করেছিলাম।

উল্লেখ্য, প্রথম টেস্টের পর বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টেও দারুন পারফর্ম করেন লিওন। বেঙ্গালুরুতে প্রথম ইনিংয়ে আটটি উইকেট নিয়েছিলেন তিনি।

দ্বিতীয় টেস্টে ডান হাতে আঙুলে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার এই নির্ভরযোগ্য স্পিনার। যদিও তৃতীয় টেস্টে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।