নয়াদিল্লি: তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে কমনওয়েলথ গেসমে (CWG 2022) সোনা জিতে নিয়েছিলেন নিখাত জারিন (Nikhat Zareen)। এই 'সোনার' মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানিয়েছিলেন মোদি।


জারিনের ইচ্ছাপূরণ


পদক জয়ের পরই জারিনও জানিয়েছিলেন যে, বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিতে আগ্রহী তিনি। শনিবার (১৩ অগাস্ট) সেই সুযোগ পেয়ে গেলেন জারিন। এই দিনই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে পদকজয়ীদের সঙ্গে কথা সাক্ষাৎ করে, তাঁদের সঙ্গে কথা বলেন। সেই অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন জারিনও। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে নিজের মনবাসনা পূর্ণ করে ফেললেন ভারতকে বার্মিংহামে গর্বিত করা জারিন।



প্রধামন্ত্রীর বার্তা


এদিন অ্যাথলিটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা তো আমাদের যুবশক্তির ইতিহাস গড়া সবে শুরু। স্বর্ণযুগ সবে শুরু হয়েছে। আমি চাই সকল অ্যাথলিটরা যেন মিট দ্য চ্যাম্পিয়ন্স উদ্যোগের মাধ্যমে উঠতি প্রতিভাদের সঙ্গে দেখা করেন, তাদের উৎসাহ দেন। আমাদের সকলকে মিলে নতুন নতুন প্রতিভা অন্বেষণ করতে হবে এবং তাদেরকে দায়িত্ব নিয়ে শিখরে পৌঁছেও দিতে হবে। আমাদের এমন এক ক্রীড়া পরিকাঠামো তৈরি করতে হবে যেখানে বিভিন্ন খেলার সকল অ্যাথলিটরাই নিজেদের উন্নতি ঘটাতে পারে। কোনও অ্যাথলিটের প্রতিভাই যেন বিফলে না যায়, সেই দিকটা সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব।’


পাশাপাশি মহিলা অ্যাথলিটদেরও বিশেষভাবে তাঁদের কৃতিত্বের জন্য বাহবা দেন প্রধানমন্ত্রী।  'বক্সিং হোক, জুডো হোক বা কুস্তি, প্রতিটি বিভাগেই যেভাবে আমাদের দেশের মেয়েরা দাপট দেখিয়েছে, তা প্রশংসনীয়। আপনারা শুধু পদক জেতেননি, আপনার দেশের যুবসমাজকে বিভিন্ন ক্ষেত্রে সফল হওয়ার অনুপ্রেরণাও প্রদান করেছেন।'


এদিন প্রধামন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও এই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সকলের সঙ্গে ছবিও তোলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের পর কৃতি অ্যাথলিটদের সংবর্ধনা দিতে ক্রীড়ামন্ত্রকও এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ভারত এবারের কমনওয়েলথ গেমসে মোট ৬১টি পদক জিতে চার নম্বরে শেষ করেছে। এর মধ্যে টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পদক।


আরও পড়ুন: মনোনীত ৩০ জন ফুটবলারের মধ্যে নাম নেই মেসির, কার হাতে উঠবে ব্যালন ডি'অর?