নয়াদিল্লি: টোকিও প্যারালিম্পিক্সে পরপর পদক ভারতের ঝুলিতে। সােমবার সকাল থেকেই পদক আসতে থাকে ভারতের। শ্য়ুটিংয়ে সোনা জেতেন অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ানে সোনা জিতলেন অবনী লেখারা। ২৪৯.৬ পয়েন্ট পেয়ে অবনী গড়লেন প্যারালিম্পিক্স রেকর্ড। 


অবনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্যুইট, 'অলৌলিক সাফল্য। কঠিন লড়াইয়ের পর যোগ্য হিসেবে আপনি সোনা জিতেছেন। পরিশ্রম আর শ্যুটিংয়ের প্রতি ভালবাসার জোরেই এটা সম্ভব হয়েছে। ভারতীয় ক্রীড়াজগতের এ এক বিশেষ মুহূর্ত। দেবেন্দ্রেকে ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা।' 


এদিনই টোকিও প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে ডিসকাস থ্রোয়েও পদক আসে। এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটে লেখেন, 'দারুণ পারফরম্যান্স যোগেশ কাথুনিয়ার। রুপো জিতে ওঁ দেশে ফিরছে। ওঁকে দেখেই আগামী প্রজন্ম অনুপ্রাণিত হবে। যোগেশকে ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা।' 


এথেন্স, রিওর পর এবার টোকিওতেও জ্যাভলিনে পদক জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। টোকিও প্যারালিম্পিক্সে এদিন জ্যাভলিনের এফ ৪৬ বিভাগে রুপো জিতেছেন তিনি। একই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের সুন্দর সিং। প্রধানমন্ত্রী ২ পদকজয়ীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'দুর্দান্ত পারফরম্যান্স দেবেন্দ্র ঝাঝারিয়ার। দেশের অন্যতম অভিজ্ঞ অ্যাথলিট। দেবেন্দ্র এবার রুপো জিতেছেন টোকিওয়। ক্রমাগত দেশকে গর্বিত করেই চলেছেন এই প্যারা অ্যাথলিট। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।'


প্যারালিম্পিক্সে পদকজয়ীদের ট্যুইটে শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধী। তিনি তাঁর ট্যুইটে লেখেন, 'সকালটা শুরু হল দুর্দান্ত একটা খবর দিয়ে। অবনী লেখারা সোনা জিতেছেন ভারতের হয়ে প্যারালিম্পিক্সে। আরও একজন ভারতের মেয়ে দেশের নাম উজ্জ্বল করলেন।' দেবেন্দ্র ঝাঝারিয়া, সুন্দর সিংহ ও যোগেশ কাথুনিয়ার সাফল্যের জন্যও ট্যুইটে তাঁদের শুভেচ্ছা জানান রাহুল। তিনি লেখেন, 'গুড মর্নিং ফর স্পোর্টস ইন ইন্ডিয়া।'