কলকাতা: মোহনবাগানের সঙ্গে প্রীতম কোটালের (Pritam Kotal) দীর্ঘ সফর সমাপ্ত হল। নতুন মরশুম শুরুর আগে গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) নেতৃত্ব দেওয়া তারকা ডিফেন্ডার কেরল ব্লাস্টার্সে (Kerela Blasters) যোগ দিলেন। তিন বছরের চুক্তিতে ভারতের সাইড ব্যাককে সই করাল দক্ষিণের ক্লাবটি।


সুবজ মেরুনের সঙ্গে কোটালের দীর্ঘদিনের সম্পর্ক। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সবুজ মেরুনেই ছিলেন তিনি। ২০১৫ সালে মোহনবাগানের হয়ে আই লিগ খেতাব জেতেন তিনি। সেই মরশুমেই আই লিগের সেরা ডিফেন্ডারও নির্বাচিত হন তিনি। মোহনবাগান থেকেই লোনে পরের মরশুমে এটিকেতে যোগ দিয়ে আইএসএল জেতেন প্রীতম। ২০১৮ সালে পাকাপাকি তিনি যোগ দেন এটিকেতে। এই এটিকেই পরবর্তীতে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে এটিকে মোহনবাগান তৈরি হয়।


এই ক্লাবের হয়ে ২০২০ ও ২০২৩ সালে দুইবার আইএসএল জেতেন প্রীতম। শতাধিক ম্যাচও খেলেছেন তিনি। তবে এবার সেই সুদীর্ঘ সম্পর্কের সমাপ্তি ঘটল। আসন্ন মরশুম থেকে প্রীতমকে কেরল ব্লাস্টার্সের হয়েই খেলতে দেখা যাবে। প্রীতমের মতো অভিজ্ঞ ফুটবলারকে জাতীয় দলের হয়ে সই করিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসত কেরল ব্লাস্টার্সের স্পোর্টিং ডিরেক্টর কারোলিস।


তিনি বলেন, 'প্রীতম সবসময় কড়া পরিশ্রম করে এবং ওর মানসিকতাও সবসময় ইতিবাচক থাকে। বছরের পর বছর ধরে প্রীতম যে পরিমাণ সাফল্য় পেয়েছেন, তারপরেও ওর মতো নিজেকে আরও উন্নত করার ইচ্ছে খুব কম খেলোয়াড়েরই থাকে। ওর অভিজ্ঞতা দলকে দারুণভাবে সাহায্য করবে এবং নেতা হিসাবেও ও দারুণ। ও যে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। ওকে দলে পেয়ে আমি উচ্ছ্বসিত। আমি নিশ্চিত ও দলকে সাফল্য এনে দেবে।' 


নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে প্রীতম বলেন, 'আমি কেরল ব্লাস্টার্সে যোগ দিয়ে এই নতুন সফর শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। একটি ঐতিহ্যবাহী ক্লাব ও দুরন্ত সমর্থকদের সামনে খেলাটা আমার কাছে সৌভাগ্যের। আমার নতুন সতীর্থদের সঙ্গে মিলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। কেরল ব্লাস্টার্সের জার্সি গায়ে চাপিয়ে সমর্থকদের গর্বিত করব।'


প্রসঙ্গত, মরশুম শুরুর আগেই কেরল ব্লাস্টার্স ও মোহবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলোয়াড়ের অদল বদল ঘটে। সেই সূত্রেই সাহাল আব্দুল সামাদ সবুজ মেরুনে যোগ এবং তাঁর পরিবর্তে কেরল ব্লাস্টার্সে প্রীতম কোটাল যোগ দেন। পাশাপাশি মোহনবাগানের তরফে কেরলকে কিছু পরিমাণ অর্থও দিতে হয়েছে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন