রাজকোট: #প্রথম দিন চা-পানের বিরতির পর আউট হলেন আজিঙ্কা রাহানে। তিনি ৪১ রান করে চেজের বলে আউট হয়ে যান।৩৩৭ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে। চা পানের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ৩ উইকেটে ২৩২। কোহলি চার ও রাহানে ০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে দলের ২৩২ রানে দলের তৃতীয় উইকেটের পতন ঘটে। জীবনের প্রথম টেস্টে ১৫৪ বলে ১৩৪ রানে আউট হব পৃথ্বী শ। তার আগে ৮৬ রান করে ফিরে যান পূজারা। ২০৯ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয়। পৃথ্বী ও পূজারার জুটিতে ২০৮ রান যোগ হয়।

চা-পানের বিরতির পর হাফসেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।এটি তাঁর ২০ তম টেস্ট হাফসেঞ্চুরি।

#অভিষেক টেস্টেই সেঞ্চুরি পৃথ্বী শ-র। ৯৯ বলে জীবনের প্রথম টেস্ট শতরান করলেন এই প্রতিভাশালী ব্যাটসম্যান।




তাঁর ইনিংস সাজানো ১৫ টি বাউন্ডারিতে। ১৫ তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টেই শতরান করার কৃতিত্ব অর্জন করলেন পৃথ্বী।


# মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ১৩৩। পৃথ্বীর পর লাঞ্চের আগে হাফসেঞ্চুরি পূর্ণ করেন পূজারাও।  পৃথ্বী ৭৫ ও পূজারা ৫৬ রানে ব্যাট করছেন।

#জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেই হাফসেঞ্চুরি করলেন পৃথ্বী শ। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। কোনও রান না করেই ফিরে যান কে এল রাহুল। ১ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর থেকে ইনিংসের হাল ধরেছে পৃথ্বী ও চেতেশ্বর পূজারা জুটি। এরইমধ্যে অর্ধশতরান পূর্ণ করেন পৃথ্বী। ২২ ওভারে ভারতের রান ১ উইকেটে ১১০। পৃথ্বী ৬২ (৬৫ বল) এবং পূজারা ৪৮ রানে ব্যাট করছেন। পৃথ্বীর ইনিংসে এখনও পর্যন্ত রয়েছে নয়টি বাউন্ডারি।




ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে টসে জিতলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।




ভারতের হয়ে অভিষেক হল ১৮ বছরের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ-র।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হল ফাস্ট বোলার শেরম্যান লিউইসের।



ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), কে এল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত(উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, উমেশ যাদব।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিয়েরান পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমায়ের, রস্টন চেজ, সুনীল অ্যাম্বরিশ, শ্যেন ডাউরিচ (উইকেটরক্ষক), কিমো পাল, দেবেন্দ্র বিশু, শেরম্যান লিউইস, শ্যানন গ্রাব্রিয়েল।