ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হতে পারে পৃথ্বীর, শুভকামনা রাহানের
এখনও পর্যন্ত ১৪ প্রথম শ্রেণীর ম্যাচে পৃথ্বী ৫৬.৭২ গড়ে ১৪১৮ রান করেছেন। সেঞ্চরি সাত ও হাফসেঞ্চুরি পাঁচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুশীলনের সময় পৃথ্বীকে অধিনায়ক বিরাট কোহলি ও দলের অন্যান্যদের সঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা গেল। এর থেকে ইঙ্গিত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হতে পারে পৃথ্বীর।
রাহানে আরও বলেছেন, টিমে কম্বিনেশন কী হবে, তা জানা নেই। তবে কোনও চাপ নেই। সবাই খোলামনে খেলার সুযোগ পাবে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। ও ভালো খেলবে বলেই আমার বিশ্বাস। আমি চাই, মুম্বই ও ভারত এ দলের হয়ে যেমন খেলে, সে রকম খেলাই যেন খেলে ও।
প্রথম টেস্টের আগে ভারতীয় দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে পৃথ্বীকে শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, পৃথ্বীর জন্য আমি খুশি। ওর কেরিয়ারের শুরু থেকেই ওকে দেখেছি। আমরা একসঙ্গে অনুশীলন করতাম। ও আক্রমণাত্মক ওপেনিং ব্যাটসম্যান। ভারত এ দলের হয়ে ভালো পারফরম্যান্সের সুফল ও পেয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ৪ অক্টোবর রাজকোটে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম টেস্টে নতুন ওপেনিং জুটি নিয়ে নামতে পারে ভারত। অভিষেক হতে পারে ১৮ বছরের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ-র। এমনটা হলে ভারতের ২৯৩ তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক ঘটবে পৃথ্বীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -