হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে দুরন্ত শতরান করেন পৃথ্বী শ। অভিষেক টেস্টেই শতরান করেন নায়ক বনে গিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ফের শতরান করার সুযোগ ছিল পৃথ্বীর সামনে। তবে ৫৩ বলে ১১টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৭০ রান করে আউট হয়ে সেই সুযোগ হারালেন এই তরুণ। ফলে আজ তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন, রোহিত শর্মাদের স্পর্শ করতে পারলেন না। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে অবশ্য পরিস্থিতি অনুকূল থাকলে শতরান করতেও পারেন পৃথ্বী।
১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেন আজহার। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট এবং কানপুরে তৃতীয় টেস্টেও শতরান করেন আজহার। ১৯৯৬ সালে ভারতের ইংল্যান্ড সফরে লর্ডসে অভিষেক হয় সৌরভের। সেই টেস্টের পর নটিংহ্যামেও শতরান করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। রোহিত শর্মাও প্রথম দু’টি টেস্টে শতরান করেন। দু’টি শতরানই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা আলভিন কালীচরণ, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডগ ওয়াল্টার্স, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ ব্লিউইট ও বিল পনসফোর্ড এবং নিউজিল্যান্ডের জিমি নিশমও প্রথম দুই টেস্টে শতরান করেন।
সৌরভ, আজহারদের ছোঁয়ার সুযোগ হারালেন পৃথ্বী শ
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2018 05:40 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -