নর্দাম্পটনশায়ার: কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন। তবে ওয়ান ডে কাপে চোট পেয়ে ছিটকে গেলেন পৃথ্বী শ। হাঁটুর চোটে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। ডারহামের বিরুদ্ধে খেলতে নেমেছিল নর্দাম্পটনশায়ার (Northamptonshire)। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় চোট পান মুম্বইয়ের এই তরুণ ওপেনার। স্ক্যানের পর দেখা গিয়েছে যে যতটা খারাপ মনে করা হচ্ছিল তার থেকেও বেশি খারা চোটের পরিস্থিতি। পৃথ্বী বর্তমানে বিসিসিসআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন।


উল্লেখ্য,  ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে গত ৯ অগাস্ট এক চোখধাঁধানো দ্বিশতরান হাঁকান। সমারসেটের বিরুদ্ধে চোখ ধাঁধানো ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস খেলেন পৃথ্বী। চারটি ইনিংস খেলে ২টো শতরান করেছেন। চার ইনিংস খেলার পর ৪২৯ রান করে ইতিমধ্যে সর্বাধিক রান স্কোরারও রয়েছেন তিনি।


 কাউন্টি ক্রিকেটে দুরন্ত পারফর্ম করলেও, তিনি কিন্তু জাতীয় দলে ফেরার বিষয়ে এখনই কোনওরকম ভাবনাচিন্তা করছে না। বরং কাউন্টি ক্রিকেটে খেলা উপভোগ করাটাই তাঁর প্রধান উদ্দেশ্য বলে জানান ২৩ বছর বয়সি ডান হাতি ব্যাটার।


তিনি বলেন, 'আমি এখানে খেলার অভিজ্ঞতা লাভ করতে আগ্রহী ছিলাম এবং এখানে খেলাটা উপভোগ করতে চাই। ভারতের জাতীয় নির্বাচকরা কী ভাবছেন, সেই নিয়ে আমি এখন চিন্তিত নই। আমি শুধু এখানে ভাল সময় কাটাতে চাই। নর্থহ্যাম্পটনশায়ার আমাকে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছ। ওরা আমার দারুণভাবে খেয়াল রাখছে। গোটা বিষয়টায়ই বেশ উপভোগ্য।'


সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের জন্য এই বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ ছিলেন। তবে আইপিএলে একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেননি তিনি। যার ফলে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড সিরিজ ও এশিয়ান গেমসের জন্যও টি-টোয়েন্টি স্কোয়াডেও বিবেচনা করা হয়নি পৃথ্বীকে। 


তাঁর নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে টেকনিকে গলদ, নিয়মভঙ্গ করা এবং বারংবার চোট আঘাতের কবলে পড়ায় পৃথ্বী শ (Prithvi Shaw) ভারতীয় দলে আপাতত ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাননি তিনি, এশিয়ান কাপের দলেও নেই শ। শেষবার ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে ভারতের জার্সিতে শকে খেলতে দেখা গিয়েছিল। তিনি কেন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, সেই বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন শ।


ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে সুযোগ না পেয়ে তিনি ভীষণ হতাশ হয়েছিলেন বলে সাফ জানিয়ে দেনেন শ। তিনি বলেন, 'আমাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার কোনও ব্যাখাই দেওয়া হয়নি। কেউ কেউ বলছিলেন আমার ফিটনেসের জেরে আমি বাদ পড়েছি। তবে আমি এখানে (বেঙ্গালুরুতে) এসে এনসিএ-তে সমস্ত ফিটনেস টেস্ট পাশ করেছি। তারপরে আবার ফিরে রান করি এবং টি-টোয়েন্টি দলে ফিরি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা পায়নি। আমি ভীষণই হতাশ হয়েছিলাম। তবে সবকিছু মেনে নিয়ে এগিয়ে তো যেতেই হবে। তাছাড়া কিছু করার নেই। আমি কারুর সঙ্গে লড়াই করতে তো আর পারব না।'