ম্যাচ হয় হরিয়ানার সোনেপতের মোতিলাল নেহরু স্কুল অফ স্পোর্টস স্টেডিয়ামে। নিজেদের মাটিতেই টানা হেরে চলা হরিয়ানা টিম অবশেষে রাজ্যের মাটিতে শেষ ম্যাচে জয়ের মুখ দেখল। প্রথমার্ধ্বে ১৪-১৬ পয়েন্টে পিছিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে দারুণভাবে ফেরে ম্যাচে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ৩৪-৩১ ফলে ম্যাচ জিতে নেয়।
হরিয়ানার সাত ম্যাচে এটি দ্বিতীয় জয়, আর দিল্লির তিন ম্যাচে প্রথম পরাজয়। হরিয়ানার হয়ে বিকাশ কন্ডোলা ৯, অদিনায়ক মোনু গোয়েল ৭, প্রবীণ ৬ ও নবীন ৪ পয়েন্ট নিয়েছেন।
অন্য ম্যাচে গুজরাত ফরচুন জায়ান্টস ৩৪-২৮ ফলে হারাল পুনেরি পল্টনকে। পুনের ছত্রপতি শিবাজি স্পোর্টস কমপ্লেক্সে হল এই ম্যাচ। প্রথমার্ধ্বের শেষ পর্যন্ত দুই টিম ১৫-১৫-য় লড়ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে পুনের খেলোয়াড়রা গুজরাতের দলকে রুখতে পারেননি।
গুজরাতের হয়ে সব থেকে বেশি পয়েন্ট পেয়েছেন সচিন-১২। তারা রেইডে ১৮ ও ট্যাকলে ১১ পয়েন্ট পেয়েছে। এছাড়াও পেয়েছে ২টি অল আউট পয়েন্ট।