নয়াদিল্লি: দশেরা পালন করলেন নিজস্ব ঢঙে। সেখানেও ক্রিকেট। সচিন তেন্ডুলকরের দুনিয়ায় ক্রিকেট রয়েই গিয়েছে। প্রাক্তন লিটল মাস্টার দশেরার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে আছে ব্যাট, বেলুন আর চমত্কার একটি বার্তা।





ভিডিওতে দেখা যাচ্ছে একটি দেওয়ালে ঝুলছে একাধিক বেলুন। প্রতিটি বেলুন এক একটি নেচিবাচক স্বভাবের প্রতিনিধি। কোনওটিতে লেখা আলস্য, তো একটিতে লেখা ঘৃণা। একটির গায়ে লেখা অস্বাস্থ্যকর অভ্যাস, আরেকটিতে লোভ-লালসা, ক্রোধ। সচিন ব্যাট দিয়ে বল মেরে একটির পর একটি বেলুন ফাটাচ্ছেন অর্থাত্ নেতিবাচক, খারাপ অভ্যাসগুলিকে দূর করে দিচ্ছেন। বলছেন, আসুন সবাই একটা নতুন বছরে যাই ইতিবাচক মনোভাব নিয়ে।
সবাইকে দশেরার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আশা করছি, আপনাদের সবার দিনটা খুশিতে ভরে উঠুক। ভিডিওটি প্রায় ২০০০০ লাইক পেয়েছে, রিট্যুইট হয়েছে ১৭০০ বারের ওপর। ট্যুইটারে সাড়া ফেলেছে।
গতকাল মুম্বই পুলিশও বিশেষ দশেরা বার্তায় সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিয়েছে। ট্যুইট করে ‘নতুন যুগের রাবণ’ সম্পর্কে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে।