নয়াদিল্লি: গতকাল সন্ধেয় দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রো কবাডি লিগের রোমাঞ্চকর ম্যাচে ইউপি যোদ্ধা ৩৭-৩২ ফলে হারাল তামিল থালাইভাসকে। শুরু থেকেই ইউপি যোদ্ধা ম্যাচে দখল কায়েম করে কিন্তু দ্বিতীয়ার্ধ্বে জোরালোভাবে ম্যাচে ফেরে তামিল থালাইভাস। যদিও অল্প পিছনে থেকে ম্যাচ হাতছাড়া করে তারা।


ইউপির জয়ের কারণ তাদের জোরদার ডিফেন্স। প্রথমার্ধ্বের শেষেই ১৮-৪-এ এগিয়ে যায় তারা। কিন্তু ভারত অধিনায়ক অজয় ঠাকুর ম্যাচে জোরালো প্রত্যাবর্তন ঘটান তামিল থালাইভাসকে। দ্বিতীয়ার্ধ্বে তো একটা সময় তারা তুলে নেয় পরপর ১৯ পয়েন্ট। কিন্তু এরপরেও শেষ রক্ষা হয়নি। যোদ্ধাদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে থেকে তারা ম্যাচ শেষ করে।

প্রথমার্ধ্বের পিছিয়ে থাকা অতিক্রম করে ম্যাচে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ অজয় ম্যাচের শেষে একের পর এক হামলা করে ১২ পয়েন্ট পান। মনজিৎ চিল্লারও দুর্দান্তভাবে সামলাচ্ছিলেন ডিফেন্স, চারটি ট্যাকল পয়েন্ট তুলে নেন তিনি। যখন মনে হচ্ছিল, থালাইভাস হারের দোরগোড়া থেকে জয় ছিনিয়ে নিতে পারে, তখনই খেলা শেষের বাঁশি বেজে যায়। ইউপি যোদ্ধার হয়ে প্রশান্ত কুমার রাই পান ৮ পয়েন্ট ও শ্রীকান্ত যাদব ৫ পয়েন্ট। ডিফেন্সে নরেন্দ্র তুলে নেন ৪টি ট্যাকল পয়েন্ট।

চেন্নাইয়ে প্রো কবাডি লিগের অন্য ম্যাচে পুনেরি পল্টন ৩৪-২২-এ হারাল হরিয়ানা স্টিলার্সকে। পুনেরি পল্টনকে নেতৃত্ব দেন নীতিন তোমার, ৭ পয়েন্ট পান তিনি, যোগ্য সঙ্গত দেন জিবি মোরে ও দীপক কুমার দাহিয়া। তাঁরা পান ৬ ও ৫ পয়েন্ট। হরিয়ানা স্টিলার্সের কেউ তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, ব্যতিক্রম বিকাশ কান্ডোলা, তিনি পান ৮ পয়েন্ট। ম্যাচের শুরুতে এগিয়ে ছিল হরিয়ানা কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুনে তাদের পিছনে ফেলে এগিয়ে যায়। বিশেষ করে দ্বিতীয়ার্ধ্বে তাদের প্রায় কোনও প্রতিরোধের মুখেই পড়তে হয়নি।