কলকাতা: এটিকে ও মোহনবাগানের একসঙ্গে হয়ে এটিকে মোহনবাগানের পথচলা শুরু বোঝাতে নেহাত বিজ্ঞাপনী প্রচার, আর তা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
শুক্রবারই সূচি প্রকাশ করে আইএসএল কর্তৃপক্ষ ঘোষণা করেছে নতুন মঞ্চে বড় ম্যাচের দিনক্ষণ। ২৭ নভেম্বর ঢের দেরি থাকলেও শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন দুই প্রধানের সমর্থকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোলো, যে বিবৃতি দিয়ে সমর্থকদের আশ্বস্ত করতে হল বাগানের সাবেক কর্তা তথা এটিকে মোহনবাগানের ডিরেক্টর দেবাশিস দত্তকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে বাংলায় ফুটবল উন্মাদনা শুরুর বার্তা দিতে শনিবার এক বিজ্ঞাপন সামনে আনে আইএসএল কর্তৃপক্ষ। যেখানে গত ছয় বছর ধরে এটিকে ও মোহনবাগানের আলাদা পথচলা এবং নতুনরূপে এটিকে মোহনবাগানের আরও জোরালো রূপে আগমনের বার্তা দেওয়া হয়।
কিন্তু বিজ্ঞাপনের এক দৃশ্যে দেখা যায় ওয়াশিং মেশিনে এটিকে ও মোহনবাগানের জার্সি দেওয়ার পর বেরিয়ে আসছে এটিকে মোহনবাগানের নতুন জার্সি। আর ঠিক তা নিয়েই বিতর্ক। গোটা বিষয়টি সাবেক সবুজ-মেরুন সমর্থকদের আবেগে ধাক্কা দিয়েছে বলেই তাঁদের দাবি। তাঁরা ক্লাবের সাবেক কর্তাদের কাছে নিজেদের উষ্মা পৌঁছে দেন।
ভিডিও-য় দেখানো পড়শির খোঁচার মতোই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন এসসি ইস্টবেঙ্গলের সমর্থকরাও। তাদের ব্যঙ্গ যেন বিড়ম্বনা বাড়ায়। শেষমেশ এটিক মোহনবাগানের ডিরেক্টর দেবাশিস দত্ত ক্লাবের সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় জানান, সমর্থকদের আবেগ তাঁদের মূলধন। সমর্থকরা যে ইস্যুগুলো নিয়ে অস্বস্তি বোধ করছেন তা আইএসএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আর বলা হয়েছে দ্রুত ব্যবস্থা নিতে।
সব মিলিয়ে মাঠে বল গড়ানোর আগেই জমজমাট বাঙালির ফুটবল দ্বৈরথ শুরু হয়ে গেল। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে আপাতত যে যুদ্ধ চলল সোশ্যাল মিডিয়ায়।
বিজ্ঞাপনী ভিডিও নিয়ে ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকদের একাংশ, ক্ষোভ কমাতে আসরে কর্তারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 09:10 PM (IST)
বিজ্ঞাপনের এক দৃশ্যে দেখা যায় ওয়াশিং মেশিনে এটিকে ও মোহনবাগানের জার্সি দেওয়ার পর বেরিয়ে আসছে এটিকে মোহনবাগানের নতুন জার্সি। আর ঠিক তা নিয়েই বিতর্ক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -