দুবাই: কলকাতা নাইট রাইডার্সের বরাবরের কাঁটা। তবে শনিবার সেই মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা হলেও সুবিধা করে দিল শাহরুখ খানের দলের। দিল্লি ক্যাপিটালসকে বিরাট ব্যবধানে হারিয়ে দিল তারা। ৯ উইকেটে দিল্লিকে হারিয়ে মুম্বই নিশ্চিত করে ফেলল যে, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে অফে যাচ্ছে তারা। কারণ, ১৩ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ১৮। শেষ ম্যাচ যদি মুম্বই হেরেও যায়, বাকি কোনও দলের পক্ষে ১৮ পয়েন্টে পৌঁছনো অসম্ভব।


দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে কেকেআরের প্লে অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই। ১৩ ম্যাচে দিল্লির পয়েন্ট দাঁড়াল ১৪। আর বড় ব্য়বধানে হারের ফলে তাদের নেট রান রেটও অনেকটাই কমল (-০.১৫৯)। কেকেআর শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারালে তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা থাকবে।

শনিবার প্রথমে ব্যাট করে মুম্বইয়ের দুই পেসার যশপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টের দাপটে ২০ ওভারে মাত্র ১১১/৯ স্কোরে আটকে যায় দিল্লি। একমাত্র শ্রেয়স আইয়ার (২৯ বলে ২৫) ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। বুমরা ৪ ওভারে মাত্র ১৭ রানে নেন তিন উইকেট। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট বোল্টের।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন ইশান কিষাণ। চোটের জন্য রোহিত শর্মা এই ম্যাচেও খেলতে পারেননি। তাঁর পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দেন কায়রন পোলার্ড।