প্যারিস: দলবদলের মরসুমে আরও এক চমক দিল পিএসজি। বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার উসমান দেম্বেলেকে নিজেদের দলে নিয়ে নিল ফরাসি ক্লাবটি। লিগ ওয়ান ক্লাবটি ২৬ বছরের তরুণ ফুটবলারকে দলে নেওয়ার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ''উসমান দেম্বেলে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন। বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্লাবের ২৩ নম্বর জার্সিটি পরবেন। আগামী ৫ মরসুমের জন্য পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।''


২০১৭ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে এফসি বার্সেলােনাতে যোগ দিয়েছিলেন দেম্বেলে। স্প্যানিশ ক্লাবের জার্সিতে ৬ মরসুম খেলে ১৮৫ ম্য়াচ খেলেছেন দেম্বেলে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪০টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৪৩টি গোলে। তিনবার স্প্যানিশ লিগ খেতাব জিতেছেন দেম্বেলে। ২০১৮, ২০১৯, ২০২৩ সালে। স্প্যানিশ কাপ জিতেছেন ২০১৮ ও ২০২১ সালে। স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ২০১৮ ও ২০২৩ সালে। চারবছর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বজয়ের পেছনে দেম্বেলের অবদান ছিল বিশাল। কাতার বিশ্বকাপেও ফ্রান্স ফাইনালে পৌঁছেছিল। সেখানেও দেম্বেলে বড় ভূমিকা নিয়েছিল।


নতুন ক্লাবে যোগ দিয়ে দেম্বেলে বলেন, ''পিএসজিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। নতুন ক্লাবের হয়ে খেলতে তর সইছে না। আমি উন্নতি করার চেষ্টা চালিয়ে যাব। আশা করি ক্লাবের সমর্থকদের গর্বিত করতে পারব।''


এদিকে, টটেনহ্যাম হটস্পারকে বিদায় জানালেন হ্যারি কেন। ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়কের বর্তমান আস্তানা বায়ার্ন মিউনিখ ক্লাব (Bayern Munich Club)। জার্মান ক্লাবের হয়েই নতুন মরসুম থেকে খেলতে নামবেন তারকা এই ব্রিটিশ ফুটবলার। প্রায় ১১ কোটি ইউরোতে টটেনহ্যামের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আগামী চার বছরের জন্য বায়ার্নে যোগ দিলেন কেন। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ব্রিটিশ ফুটবলার। ক্লাবের তরফেও জানানো হয়েছে। পুরনো ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে হ্যারি লেখেন, ''প্রায় ২০ বছর যে ক্লাবের সঙ্গে ছিলাম, সেটা ছেড়ে আসা সহজ নয়। ১১ বছরের বাচ্চা ছেলে থেকে ওই ক্লাবই আমাকে ৩০ বছরে যুবক করেছে।" উল্লেখ্য, ২০০৪ সালে প্রথমবার টটেনহ্যামে যোগ দিয়েছিলেন এই তারকা স্ট্রাইকার।


দলবদলের মরসুম চলছে। সব ক্লাবই তারকা ফুটবলারদের নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে প্রতিনিয়ত। হ্যারি কেনকে যে আগামী মরসুমে নতুন ক্লাবে দেখতে পাওয়া যাবে তা একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু বায়ার্নের সঙ্গে কেনকে নেওয়ার জন্য দৌড়ে ছিল রিয়াল, ম্যান ইউস, পিএসজিও। বায়ার্নে মেডিক্যাল টেস্টও সেরে ফেলেছিলেন কেন। তবে টটেনহ্যাম চেষ্টা করছিল কোনওভাবে যদি তাঁদের ঘরের ছেলেকে ধরে রাখা যায়। শেষ পর্যন্ত জার্মানির ক্লাবেই যোগ দিলেন হ্যারি কেন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই বিষয়ে নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন যে ২০২৭ সাল পর্যন্ত বায়ার্নেই থাকবেন কেন।