সমীরণ পাল, বাগদা : পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক সমীকরণে বৈচিত্রের যেন শেষ নেই। এবার কংগ্রেস (Congress) ও ফরওয়ার্ড ব্লক বোর্ড গঠনে সমর্থন জানাল বিজেপিকে (BJP)। একদিকে পঞ্চায়েতে বোর্ড (Panchayat Board) গঠন করেছে বিজেপি, আর পঞ্চায়েত অফিসের সামনে চলছে বিজয় উল্লাস। আর সেই উচ্ছ্বাসে বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ও সিপিএমের পতাকা নিয়ে সামিল হলেন কর্মীরা ।


উত্তর ২৪ পরগনার বাগদা (Bagda) ব্লকের কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ১১টি আসনে জয়লাভ করে বিজেপি, ৮ টি পায় তৃণমূল, কংগ্রেস ১টি  আসনে এবং ফরওয়ার্ড ব্লক ১ টি আসনে জয়লাভ করে। এদিন পঞ্চায়েতে বোর্ড গঠনের বৈঠকে বিজেপির প্রধান পদপ্রার্থী গীতু বিশ্বাস সরকারকে সমর্থন করেন কংগ্রেস প্রতীকে জয়ী সম্রাট সাঁতরা ও  ফরওয়ার্ড ব্লকের প্রতীকে জয়ী শম্পা সাঁতরা। এ বিষয়ে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী একযোগে জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে তাঁরা বিজেপিকে সমর্থন জানিয়েছেন।


নবগঠিত কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু বিশ্বাস সরকারও বলেন, ১১ জন বিজেপি সদস্য জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ অনুসারে আমরা পঞ্চায়েত গড়েছি । কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক আমাদের সমর্থন করেছে ।


অধিকাংশ সদস্যই 'উধাও'-


এদিকে জেলার অন্য প্রান্তে বোর্ড গঠন ঘিরে অন্য চিত্র দেখা যায়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে আজ ভেস্তে যায় ব্যারাকপুর ব্লক-২ এর শিউলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। আসেনইনি তৃণমূলের ১৯ জন সদস্য। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ দলীয় নেতৃত্ব। তাঁদের উপস্থিত না থাকার কারণ জানতে চেয়েছেন দলীয় নেতা তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক।


শিউলি গ্রাম পঞ্চায়েতে ৩০টি আসন। এর মধ্যে ২৯ টি আসনে ভোট গ্রহণ হয়। একটি আসনে প্রার্থী মারা যাওয়ায় তাতে ভোট হয়নি। এর মধ্যে ২৪টি আসনে তৃণমূল, সিপিএমের ২ জন এবং বিজেপির ৩ জন জয়লাভ করেন। আজ বিজেপির প্রার্থীরা এলেও, তৃণমূলের ১৯ জন না আসায় কোরাম পাশ হয়নি। ফলে, ভেস্তে যায় শিউলি পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন। 


তৃণমূলের মনোনীত প্রধান সঞ্জীব ঘোষ জানান, দল তাঁকে ঠিক করেছে। তিনি প্রধান হবেন। কিন্তু, প্রাক্তন প্রধান অরুণ ঘোষ ১৯ জন নির্বাচিত সদস্যকে নিয়ে উধাও হয়ে গেছেন। তাঁকে দুপুর থেকে আর পাওয়া যাচ্ছে না !


এদিকে খবর পেয়ে ছুটে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানান, যাঁরা আসেননি তাঁদের কাছে না আসার কারণ জানতে চাওয়া হয়েছে। কেন তাঁরা আজ শপথ গ্রহণে আসেননি ? এরপর আলোচনা করে ঠিক হবে আবার কবে প্রধান এবং শপথ গ্রহণ হবে।