প্যারিস: কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্সের (France Football Team) বিশ্বজয়ী অধিনায়ক উগো লরিস। তারপর কাকে দলের অধিনায়ক করা হবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। অনেক বিশেষজ্ঞই কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) দৌড়ে এগিয়ে রাখছিলেন। জল্পনা মতোই কিলিয়ান এমবাপেকেই শেষমেশ অধিনায়ক নির্বাচিত করা হল।
এমবাপের কাঁধে নেতৃত্বের দায়িত্ব
দিদিয়ের দেশঁর সঙ্গে কথা বলার পরেই এমবাপে ফ্রান্সের অধিনায়ক হতে রাজি হন। মাত্র ২৪ বছর বয়সেই ফরাসি তারকা স্ট্রাইকারকে দলের অধিনায়ক করা হল। ফ্রান্স ফুটবলের তরফে এমবাপের নতুন অধিনায়ক হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে লেখে, 'দিদিয়ের দেশঁ কিলিয়ান এমবাপেকে লে ব্লাঁর নতুন অধিনায়ক নির্বাচিত করেছেন। আঁতোয়াঁ গ্রিজম্য়ানকে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।'
বয়স মাত্র ২৪ হলেও, এমবাপে কিন্তু ইতিমধ্যেই ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলে ফেলেছেন। ২০১৮ সালের বিশ্বকাপ জয় এবং ২০২২ সালে ফ্রান্সের রানার্স-আপ হওয়ার পিছনে এমবাপের অবদান অনস্বীকার্য। শুক্রবার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘরের মাঠে ২০২৪ উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ফ্রান্স। সেখানেই প্রথমবার অধিনায়ক নির্বাচিত হওয়ার পর এমবাপেকে ফ্রান্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে।
রেড ডেভিলস অধিনায়ক ডি ব্রুইন
প্রসঙ্গত, লরিস কিন্তু একা নন, কাতার বিশ্বকাপের পর আরও অনেক তারকাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যমতম হলেন বেলজিয়ামের (Belgium Football Team) তারকা উইঙ্গার এডেন অ্যাজার। বেলজিয়ামের জার্সিতে ১২৬ ম্যাচ খেলার পর অবসর ঘোষণা করেছিলেন তিনি। অ্যাজার পরবর্তী বেলজিয়াম অধিনায়ক হওয়ার দৌড়ে কেভিন ডি ব্রুইনই (Kevin De Bruyne) এগিয়ে ছিলেন। তাঁকেই বেলজিয়ান রেড ডেভিলসের নতুন অধিনায়ক নির্বাচিত করা হল।
বিশ্বকাপের পর বেলজিয়াম কোচের পদ থেকে ইস্তফা দেন রবার্তো মার্টিনেজ। ডমিনেকো টেডেস্কোকে নতুন বেলজিয়াম কোচ ঘোষণা করা হয়। মঙ্গলবারই তাঁর অধীনে প্রথমবার অনুশীলন সারে বেলজিয়াম। তাঁর সম্মতি নিয়েই মঙ্গলবারই ডি ব্রুইনকে নতুন বেলজিয়াম অধিনায়ক ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আমদাবাদে বসবে ফাইনালের আসর? কবে থেকে শুরু ২০২৩ বিশ্বকাপ?