রিয়াধ: নতুন বছরের প্রথম মাসেই ফুটবল মহারণে মুখোমুখি মেসি-রোনাল্ডো। বাড়তি উত্তাপ যে ছড়াবে তা বলাই বাহুল্য। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথম কোনও ম্যাচে খেলতে নামলেন সি আর সেভেন। আর তাও আবার প্রতিপক্ষ মেসি। ২ মহাতারকাকে দেখতে রিয়াধে উপস্থিত হয়ে গিয়েছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও। ক্যামেরা এদিন তাক করেছিল বিশ্ব ফুটবলের ২ মহীরুহর দিকে। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও দ্বিতীয়জন লিওনেল মেসি। কিন্তু আচমকাই সেই ক্যামেরায় ধরা পড়লেন অমিতাভ বচ্চনও। 


মাঠে ২ দল সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল প্রথমতই। সেখানেই প্রথম পিএসজির দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলালেন অমিতাভ। এরপর সৌদি অল স্টার একাদশের ফুটবলারদের সঙ্গেও হাত মেলান বিগ বি। তবে মেসি ও রোনাল্ডোর কাছে এসেছিলেন যখন তখন, কিছুক্ষণ কথাও বলেন ২ মহাতারকার সঙ্গে। 


বর্তমান ফুটবল বিশ্বের সেরা ২ যোদ্ধা। বিশ্বকাপের পরই সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। যদিও এখনও নতুন ক্লাবের জার্সিতে ম্যাচ খেলতে নামেননি সি আর সেভেন। অন্যদিকে আর্জেন্তিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন মেসি গত বছর। নিজের স্বপ্নপূরণ করেছেন। এমনকী বিশ্বকাপের পরও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। পিএসজির জার্সিতে মাঠে নেমে গোল করেছেন। দলকেও জিতিয়েছেন। এবার ফের একবার সম্মুখ সমরে ২ তারকা।


হকি বিশ্বকাপে জয় ভারতের 


বৃহস্পতিবার পুল ডি-র প্রথম ম্যাচে স্পেনকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। যে ফলাফলের পর চাপ বেড়েছিল ভারতের ওপর। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ওয়েলশের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতের সামনে সমীকরণটা এরকমই ছিল যে, ৮ গোলের ব্যবাধানে জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। গোলপার্থক্যে ইংল্যান্ডকে পিছনে ফেলে।


ভারত শুরু থেকে দাপট দেখিয়ে ২ গোলে এগিয়ে গিয়েও অবশ্য সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করতে পারল না। ওয়েলশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ২-২ করে দেওয়ায় একটা সময় বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাবে কি না, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য স্নায়ুর চাপ সামলে ওয়েলশকে ৪-২ গোলে হারিয়ে দিল ভারত। বিশ্বকাপের নক আউটে ওঠার সম্ভাবনাও জিইয়ে রাখল।


ম্যাচের শুরু থেকেই ছিল ভারতের দাপট। যদিও বারবার ভারতের সামনে দুর্ভেদ্য প্রাচীরের মতো হাজির হন ওয়েলশ গোলকিপার টোবি। একাধিক নিশ্চিত গোল বাঁচান তিনি। প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়।