লন্ডন: নটিংহ্যামে তখন তিনি নিউজিল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে লড়াই করছেন। নিউজিল্যান্ডের ডারিল মিচেলের ব্যাটের দাপট থামাতে তখন তিনি মরিয়া। টেস্ট ম্যাচ চলাকালীনই দুঃসংবাদ পেলেন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। জানতে পারলেন, তাঁর সাধের পাব আগুনে ছারখার হয়ে গিয়েছে!


শনিবার ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড এবং জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ হ্যারি গার্নির মালিকানাধীন একটি পাবে আগুন লাগার ঘটনা ঘটে। ব্রড ২০১৬ সালে গার্নির সঙ্গে এই পাবটি চালু করেন। তারকা এই ইংরেজ ফাস্ট বোলার এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় ভোর ৩টে বেজে ২২ মিনিটে প্রথম তলা থেকে আগুন লাগার পর আপার ব্রাটনের পাবটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


আগুন লাগার খবর পেয়েই দমকলকর্মীরা দ্য ট্যাপ অ্যান্ড রান পাবের দিকে দ্রুত যান এবং আগুন নেভানোর জন্য কঠোর লড়াই চালান। নটিংহ্যামশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস শনিবার সকালে জানায় যে, প্রধান রাস্তা বন্ধ করার পরে ২টি ফায়ার ইঞ্জিন পাবের বাইরে মোতায়েন করা হয়। আরও বলা হয় যে, পাবটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জনসাধারণকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে। দ্য ক্যাট অ্যান্ড উইকেটস পাব কোম্পানি দ্বারা পরিচালিত পাবটিতে আগুন লেগে কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।


নটিংহ্যামশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ-এর স্টেশন ম্যানেজার জোনাথন উইলসন জানিয়েছেন যে, বিল্ডিংটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, তাঁরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে পরে তাঁরা পুরো ঘটনা তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।



স্টুয়ার্ট ব্রড নিজে গোটা ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'শোনার পর আমি বিশ্বাসই করতে  পারিনি। এমনকী, এখনও বিশ্বাস হচ্ছে না। আমাদের সুন্দর পাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে স্বস্তির যে, কেউ আহত হয়নি। নটিংহ্যামশায়ারের দমকল বিভাগ দুর্দান্ত কাজ করেছে'।


আরও পড়ুন: তাঁকে ছাড়া মাঠেই নামতে চাননি সৌরভ, হ্যাটট্রিক করেই যোগ্য প্রতিদান দিয়েছিলেন ভাজ্জি