অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী সতীর্থ চেতেশ্বর পূজারা। তিনি বলেছেন, ‘আমি সবসময় বলি, ও (অশ্বিন) বুদ্ধিমান বোলার। ও ব্যাটসম্যানদের খেলা খুব ভাল বুঝতে পারে। ও বোলিংয়ে অনেক বদল এনেছে। সেটা কী আমি বর্ণনা করতে পারব না। তবে ও বোলিংয়ে কিছু বদল এনেছে। তার ফলে ওর সুবিধা হয়েছে।’


বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৬টি টেস্ট ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন অশ্বিন। অন্যান্য জায়গায় তাঁর পারফরম্যান্সের তুলনায় অস্ট্রেলিয়ায় সাফল্য কম। তবে এবার এই অফস্পিনার সাফল্য পাবেন বলেই আশাবাদী পূজারা। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে যথেষ্ট ক্রিকেট খেলেছে অশ্বিন। ও কাউন্টিতেও খেলেছে। সেটা বিদেশের পরিবেশ, যেখানে পরিবেশ ভিন্ন এবং স্পিনাররা বেশি সাহায্য পায় না। তাই ও যখন অস্ট্রেলিয়ায় খেলে, কী করতে হবে জানে। ও ২০১৪-১৫ সালের সিরিজে খেলেছিল। ও এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বোলিংয়ে যা বদল করার দরকার, সেটা ও ইতিমধ্যেই করে নিয়েছে।’

ভারতীয় দলের ব্যাটিং বিভাগের উপর কোনও চাপ নেই বলেও দাবি করেছেন পূজারা। তিনি ভারতের বর্তমান পেস আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জয়ের বিষয়ে দলের সবাই মুখিয়ে আছে।