প্রয়াত রক অ্যান্ড রোল তারকা চাক বেরি
Web Desk, ABP Ananda | 19 Mar 2017 08:34 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নিউ ইয়র্ক: প্রয়াত রক অ্যান্ড রোল তারকা চার্লস এডওয়ার্ড অ্যান্ডারসন বেরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল আমেরিকার সেন্ট লুইস শহরের কাছে মিসৌরিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সঙ্গীত জগতে ‘চাক বেরি’ নামেই পরিচিত ছিলেন এই তারকা। ১৯৫০-৬০-এর দশকে ‘সুইট লিটল সিক্সটিন’, ‘রোলওভার বেথওভেন’-এর মতো গান রক অ্যান্ড রোল দুনিয়ায় একটা নতুন পরিচিতি দিয়েছিল এই সঙ্গীতশিল্পীকে। মিসৌরির পুলিশ ফেসবুকে এক পোস্টে চাক বেরির মৃত্যুর কথা ঘোষণা করে বলেছে, প্রয়াত সঙ্গীতশিল্পীর পরিবারের লোকেরা বিনা আড়ম্বরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে চাইছে। তাঁদের যাতে বিব্রত না করা হয়, সেই আবেদন জানানো হয়েছে।