চেতেশ্বর পূজারার জ্বর
Web Desk, ABP Ananda | 01 Oct 2016 08:43 PM (IST)
কলকাতা: ইডেনে দ্বিতীয় টেস্টের মাঝেই জ্বরে পড়লেন ভারতীয় টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। শনিবার তিনি মাঠেই নামতে পারেননি। তবে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজারার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন। শুক্রবার টেস্টের প্রথম দিন ভারতের প্রথম ইনিংসে দাপটের সঙ্গে ব্যাট করছিলেন তিন নম্বরে নামা পূজারা। তিনি ৮৭ রান করেন। কিন্তু জ্বরের জন্য শনিবার ফিল্ডিং করতে পারেননি। দলের এক সদস্য জানিয়েছেন, জ্বর হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই পূজারাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর বদলে এদিন গৌতম গম্ভীর ও উমেশ যাদব পালা করে ফিল্ডিং করেন। আশা করা হচ্ছে, রবিবার মাঠে নামতে পারবেন পূজারা।