একা লড়াই করছেন পূজারা, ইডেন টেস্টে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারত ৭৪/৫
Web Desk, ABP Ananda | 17 Nov 2017 05:47 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কলকাতা: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয় এবং বৃষ্টি অব্যাহত। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৭৪। একা চেতেশ্বর পূজারা লড়াই চালাচ্ছেন। তিনি ৪৭ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে ঋদ্ধিমান সাহা (৬)। পূজারা ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান এই ইনিংসে এখনও পর্যন্ত দু’অঙ্কের রান করতে পারেননি। বৃষ্টি ভারতের কাছে কার্যত আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। না হলে ইডেনের সবুজ পিচে শ্রীলঙ্কার বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সামনে হয়তো আরও লজ্জায় পড়তে হত ভারতীয় দলকে। গতকাল প্রথম দিন মাত্র ১১.৫ ওভার খেলা হয়েছিল। তার মধ্যেই ১৭ রানে ৩ উইকেট খুইয়ে বসেছিলেন বিরাট কোহলিরা। আজ খেলা হয় ২১ ওভার। আউট হন অজিঙ্ক রাহানে (৪) ও রবিচন্দ্রন অশ্বিন (৪)। দু’টি উইকেটই নিয়েছেন দাসুন শঙ্খ। পূজারা রুখে না দাঁড়ালে হয়তো ভারতীয় দল আরও চাপে পড়ে যেত। ১০২ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে অর্ধশতরানের কাছে পৌঁছে গিয়েছেন পূজারা। তিনিই এখন ভারতের ভরসা।