দুবাই: আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এলেন ভারতের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ৫৪ টি ম্যাচে ৪,৩৯৬ রান করেছেন এই টেস্ট স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান। আইসিসি র্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট ৮৭৩।
তালিকার প্রথম স্থানেই রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রায় দুই বছর ধরে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন স্মিথ।
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টে ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরির দৌলতে এখন তো তাঁর কিংবদন্তী ব্যাটসম্যান স্যর ডন ব্র্যাডম্যানের সর্বাধিক র্যাঙ্কিং পয়েন্ট ধরাছোঁয়ার মধ্যে চলে এসেছে। তৃতীয় টেস্টে ২৩৯ রানের ইনিংসের সৌজন্যে তাঁর পয়েন্ট ৯৪৫। সর্বকালের সেরা র্যাঙ্কিং পয়েন্টে দ্বিতীয় স্থানাধিকারী লেন হাটনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। আর ১৬ পয়েন্ট পেলেই ব্র্যাডম্যানকে ধরে ফেলবেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্মিথের চেয়ে ২৫ পয়েন্ট পিছনে রয়েছেন কোহলি।
টেস্ট সংখ্যায় ইতিমধ্যেই ব্র্যাডম্যানকে পিছনে ফেলেছেন স্মিথ। ১১৪ টি টেস্ট খেলে তালিকায় পঞ্চম স্থানে অসি অধিনায়ক। ১৮৯ টেস্ট খেলে তালিকায় শীর্ষে রয়েছেন গ্যারি সোবার্স। এরপরই রয়েছেন ভিভ রিচার্ডস (১৭৯), ব্রায়ান লারা (১৪০) এবং সচিন তেন্ডুলকর (১৩৯)।
বোলারদের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
রেকর্ড পয়েন্ট স্মিথের, আইসিসি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে পূজারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2017 07:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -