রাঁচি: অধিনায়ক বিরাট কোহলি চোট উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন। তবে তা সত্ত্বেও রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ভালভাবেই লড়াইয়ে আছে ভারত। সৌজন্যে মুরলী বিজয় (৮২) ও চেতেশ্বর পূজারা (অপরাজিত ১৩০)। এই দুই ব্যাটসম্যানের অসাধারণ ইনিংসের সুবাদে দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৬০। পূজারার সঙ্গে ক্রিজে আছেন ঋদ্ধিমান সাহা (১৮)। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে আর ৯১ রানে পিছিয়ে ভারত। কাল এই রান টপকে লিড নিতে পারলে এবং বোলাররা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দিলে সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকবে বিরাটদের সামনে।


গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ১২০। আজ অবশ্য পূজারা ও বিজয় ছাড়া আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। অজিঙ্ক রাহানে (১৪), করুণ নায়াররা (২৩) শুরুটা ভাল করেও, বড় রান করার আগেই প্যাভিলিয়নে ফেরেন। প্যাট কামিন্স ৪ উইকেট নিয়েছেন।