নটিংহ্যামের ঘরের মাঠে অভিষেকেই শতরান পূজারার
Web Desk, ABP Ananda | 27 May 2017 05:39 PM (IST)
নটিংহ্যাম: নটিংহ্যামশায়ারের ঘরের মাঠে অভিষেক ম্যাচেই শতরান করলেন চেতেশ্বর পূজারা। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে অসাধারণ ইনিংস খেলেন পূজারা। প্রথম শ্রেণির ম্যাচে এটা তাঁর ৩৯-তম শতরান। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে এই ম্যাচে ১১২ রান করে আউট হন পূজারা। ভারতের টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান পূজারা কাউন্টিতে নটিংহ্যামের হয়ে প্রথম ম্যাচে গ্ল্যামারগনের বিরুদ্ধে মাত্র দু রান করে আউট হয়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচেই তিনি নিজের জাত চেনালেন। মাইকেল ল্যাম্বের সঙ্গে চতুর্থ উইকেটে ১৮৫ রান যোগ করেন পূজারা।